জীবন প্রমাণ লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নতুন অনলাইন পদ্ধতি জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আধার কার্ড, প্যান কার্ডের মত এখন জীবন প্রমাণ (Jeevan Pramaan) বা লাইফ সার্টিফিকেটও (Life Certificate) এখন খুবই দরকারি নথিপত্র হয়ে উঠেছে, বিশেষ করে দেশের সকল পেনশন (Pension) গ্রাহকদের জন্য। সরকারি পেনশনভোগীদের বছর শেষে জীবন প্রমানপত্র জমা করতে হয়, এই লাইফ সার্টিফিকেট জমা করার প্রধান কারণ হচ্ছে, একজন বয়স্ক পেনশনভোগী, তিনি জীবিত রয়েছেন কিনা তার প্রমাণপত্র হিসেবে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়।

How to Submit Life Certificate for Pension

লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দেওয়ার সাধারণত সময় সীমা থাকে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। এতদিন পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা দিতে হলে ব্যাঙ্কে কিংবা পোস্ট অফিসে গিয়ে জমা দিতে হতো, এক্ষেত্রে একজন ৮০ ঊর্ধ্ব ব্যক্তির পক্ষে নিজের পায়ে হেঁটে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে গিয়ে জমা করা অনেকটাই অসম্ভব ব্যাপার হয়ে যেতো। এই বছর থেকে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে লাইভ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে।

লাইফ সার্টিফিকেট অনলাইন জীবন প্রমাণ

আপনি অনলাইনের মাধ্যমেও লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন, ব্যাঙ্কের আধিকারিকরা আপনার বাড়িতে এসে লাইফ সার্টিফিকেটে প্রমাণপত্র (Life Certificate) নিয়ে যেতে পারে। যে সমস্ত ব্যক্তির বয়স ৮০ ঊর্ধ্বে, তাদের জন্য জমা দেওয়ার সময় শুরু হয়েছে পহেলা অক্টোবর থেকে এবং যাদের বয়স ৬০ ঊর্ধ্ব তাদের লাইফ সার্টিফিকেট জমা করার সময় শুরু হয়েছে ১ নভেম্বর থেকে।

লাইফ সার্টিফিকেট ডাউনলোড

কিন্তু এখন অনেকেই আছেন যারা সবে সবে অবসর গ্রহণ করেছেন আর তারা এখন লাইফ সার্টিফিকেট (Life Certificate) পাননি তারা অবশ্যই এই সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি সাতটি উপায়ে লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। আরও কিছু পদ্ধতি সম্পর্কে আপনারা এখনই জেনে নিন।

জীবন প্রমানপত্র জমা দেওয়ার উপায়

১) আপনি সার্টিফিকেট জমা করার জন্য আপনার নিকটবর্তী ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে যেতে পারেন।
২) ডিজিটালভাবে আপনি লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate) জমা করতে পারেন, তার জন্য আপনাকে এই Umang App-র সাহায্য নিতে হবে।
৩) আপনার ফেস আইডিন্টিফিকেশনের মাধ্যমে আপনি লাইফ সার্টিফিকেটের প্রমাণ দিতে পারেন।

৪) জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে অনলাইনেও আপনি লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন।
৫) আপনি পোস্ট ম্যানের সাহায্যেও আপনার লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন।
৬) এখন এমন অনেক ব্যাঙ্ক রয়েছে, সেই সব ব্যাঙ্কের কর্মীরা আপনার বাড়ি এসে আপনার বাড়ি থেকে আপনার লাইফ সার্টিফিকেট নিয়ে যাবে।

এই পদ্ধতিটি হচ্ছে সবথেকে অভিনব পদ্ধতি এবং এই পদ্ধতিতে বয়স্ক ব্যক্তিরা খুব সহজে কোন রকম পরিশ্রম ছাড়াই লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। দেশের কিছু সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক আছে যারা এই মুহূর্তে এরকম পরিষেবা প্রদান করছে আর এই পদ্ধতির নাম ডোর স্টেপ ব্যাংকিং পরিষেবা (Doorstep Banking Service).

 

আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন

আরো পড়ুন: সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery

Doorstep Banking Service for Life Certificate

১) সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল থেকে প্লে স্টোর অপশনে গিয়ে ডোর স্টেপ ব্যাঙ্কিং অ্যাপ ডাউনলোড করতে হবে।
২) এরপর এই প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করার জন্য আপনার মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। এই ওটিপিটি রেজিস্ট্রেশন পেপারে ইনক্লুড করুন।

৩) এরপর আপনার পিন কোড লিখুন এবং বাড়ির এড্রেস লিখুন যাতে খুব সহজেই ব্যাঙ্ক আধিকারিক আপনার বাড়ির এড্রেস আসতে পারে। এর সাথে কোন সময় আপনার বাড়িতে আসলে সুবিধা হবে, সেই সময় টুকু ইনক্লুড করুন।

৪) এরপরে এই প্রক্রিয়াটার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।
৫) এরপরেই আর কোন আপনার কাজ নেই। শুধুমাত্র অপেক্ষা করে বসে থাকুন। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে একজন ব্যাঙ্কের কর্মচারী আপনার বাড়িতে এসে আপনার জীবন প্রমাণপত্র (Life Certificate) সংগ্রহ করে নিয়ে যাবেন।

এই পদ্ধতিতে লাইফ সার্টিফিকেট জমা দিলে আপনাকে কষ্ট করে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে যেতে হবে না। আপনি বাড়িতে বসে এই সুবিধা গ্রহণ করতে পারবেন, তাই সব থেকে অভিনব পদ্ধতি হলো ডোর স্টেপ ব্যাংকিং পরিষেবা।যাঁরা এখনো পর্যন্ত লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা করেনি, তাঁরা এই পদ্ধতিতে জমা দেওয়ার জন্য ডোর স্টেপ ব্যাংকিং পরিষেবা ডাউনলোড করে আবেদন করুন।

আরো পড়ুন:– বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনও পার্থক্য নেই, মেহবুবা মুফতির মন্তব্যে বিতর্ক তুঙ্গে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন