জুনেই আসছে EPFO 3.0, অতিরিক্ত সুবিধা পাবেন পেনশনভোগীরা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কোটি কোটি EPFO গ্রাহকদের জন্য রইল বড় খবর। নতুন বছর অর্থাৎ ২০২৫ সাল থেকেই সকলে ATM থেকে পিএফ-এর টাকা তুলতে সক্ষম হবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। চলতি বছরের মে-জুনের মধ্যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (Employees’ Provident Fund Organisation) গ্রাহকদের ইপিএফও মোবাইল অ্যাপ্লিকেশন এবং ডেবিট কার্ডের সুবিধা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

ATM থেকে তোলা যাবে PF-র টাকা

বৃহস্পতিবার কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন যে EPFO 3.0 এর কাজ এখনই চলছে। পুরো আইটি সিস্টেমকে আপগ্রেড করা হচ্ছে। জানুয়ারির শেষের দিকে এ কাজ শেষ হবে। এরপর মে-জুনের মধ্যে আসবে ইপিএফও ৩.০। এর মাধ্যমে গ্রাহকরা ব্যাংকিংয়ের মতো সুবিধা পাবেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, EPFO 3.0 এর সাথে, পুরো সিস্টেমটি কেন্দ্রীভূত হবে এবং দাবি নিষ্পত্তি সহ পুরো কাজটি খুব সহজ হয়ে যাবে।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

মন্ত্রক সূত্রে খবর, EPFO 3.0-এর মাধ্যমে গ্রাহকদের ব্যাঙ্কের মতো সুবিধা দেওয়ার জন্য RBI এবং অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে। গ্রাহকরা একটি ডেবিট কার্ড পাবেন, তবে এটি এমন নয় যে তারা এটিএমে গিয়ে তাদের পুরো টাকা তুলতে পারবেন। অ্যাকাউন্টে মোট জমাকৃত টাকার ৫০%-ই তুলতে পারবেন। EPFO-তে কতটা জমা রাখতে চান গ্রাহকরা, সে ব্যাপারেও চলছে ভাবনাচিন্তা। বর্তমানে বেতনের ১২ শতাংশ জমা রাখতেই হয়। সেই কম বা বেশি করার ব্যাপারে গ্রাহক যাতে সিদ্ধান্ত নিতে পারেন, সেই প্রস্তাব বিবেচনাধীন।

মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা

সবথেকে বড় কথা, PF গ্রাহকদের জন্য তৈরি হচ্ছে একটি বিশেষ অ্যাপও। এর মাধ্যমে সদস্যরা অ্যাকাউন্টে মাসিক জমা, পেনশন তহবিল, আগের চাকরি থেকে কতটা পেয়েছেন, তা দেখতে পাবেন।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন