জেনেনিন লক ডাউনে সরকারের নির্দেশে কি কি খোলা থাকবে আর কি কি বন্ধ থাকবে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- প্রধানমন্ত্রী মোদী সারা দেশে লক ডাউন ঘোষণা করেছেন। এর ফলে আগামী ২১ দিন সারা দেশে লক ডাউন থাকবে। কারণ এই মহামারীকে যদি আটকাতে হয় তবে দেশের মানুষকে ধোর্য ধরে নিজেদের ঘরের মধ্যে বন্ধ করে রাখতে হবে। বর্তমানে এই ভাইরাসের কোনো ভ্যাকসিন বা ঔষধ বেরোয়নি। এই ভাইরাসের থেকে বাঁচতে গেলে আমাদের নিজেদের আইসোলেশনে রাখতে হবে।

তবে এই ২১ দিনে আমাদের বিভিন্ন শুভিদা অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু এই অসুবিধাকে নিজের পরিবারের সাথে কি ভাবে ভালো করা যায় সেটা আমাদেরই ভাবতে হবে।

[ আরো পড়ুন :- করোনা ভাইরাস কত দ্রুত আপনার শরীরে ছড়িয়ে পড়তে পারে দেখুন ভিডিওর মাধ্যমে ]

এই দিন সরকারের পক্ষ থেকে কি কি খোলা থাকবে আর কি কি বন্ধ থাকবে জানানো হয়।

corona virus , hanta virus

খোলা থাকবে :- মুদিখানা দোকান , দুধের দোকান বা দুধ জাতীয় খাবারের দোকান , শাক সবজি , ফলের দোকান , ঔষদের দোকান , জলের ব্যবস্থা , যেই সব হোটেলে মানুষ আটকে আছে সেই সব হোটেল।

বন্ধ থাকবে :- সমস্ত প্রকারের অনিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান , রেল , বাস , সমস্ত প্রকার বিমান পরিষেবা , সমস্ত প্রকার বেসরকারি অফিস এই সমস্ত কিছু বন্ধ থাকবে।

এছাড়া স্বাস্থ বিভাগের সাথে যারা জড়িত তাদের কাজ থাকবে , পুলিশ , সেনা এমনকি বেসরকারি সিকিউরিটি গার্ডের ডিউটি থাকবে , এমনকি সমস্ত প্রকার ইমার্জেন্সি কাজের লোকেদের কাজ করতে হবে।

[ আরো পড়ুন :- পাকিস্তানের কোয়ারেন্টাইন ক্যাম্পের অবস্থা দেখলে আপনি চমকে যাবেন ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন