Bangla News Dunia , পল্লব : হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ১৮ সদস্যের দলের অধিনায়কত্ব হস্তান্তর করা হয়েছে ডিফেন্ডার হরমনপ্রীত সিং-র হাতে। মনপ্রীত সিংয়ের জায়গায় দলের দায়িত্ব নেবেন তিনি। ১৩ জানুয়ারি থেকে ওড়িশায় হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি। ভুবনেশ্বর ও রাউরকেল্লায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ভারতের কোচ গ্রাহাম রিড দলের বিভিন্ন খেলোয়াড়কে অধিনায়কত্ব দেওয়ার জন্য পরিচিত। তিনি বিশ্বাস করেন যে এটি সিনিয়র খেলোয়াড়দের আরও দায়িত্বশীল করে তোলে। টোকিও অলিম্পিকে খেলা গুরজন্ত সিং এবং দিলপ্রীত সিং মূল স্কোয়াডের অংশ নন তবে দুজনেই স্ট্যান্ডবাই হিসেবে বিশ্বকাপ স্কোয়াডের সাথে থাকবেন।
আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের
রৌরকেল্লার নবনির্মিত বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে ১৩ জানুয়ারি বিশ্বকাপের ভারতীয় দল স্পেনের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে। পুল-ডি-তে ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এরপর ভুবনেশ্বরে ওয়েলসের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবেন তিনি। ২২ জানুয়ারি শুরু হবে নকআউট ম্যাচ। ২২ এবং ২৩ জানুয়ারি ক্রসওভার ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ২৯ জানুয়ারি ফাইনাল ও ব্রোঞ্জ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?
হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দল —-
গোলরক্ষক: কৃষ্ণ বাহাদুর পাঠক এবং পিআর শ্রীজেশ।
ডিফেন্ডার: জার্মানপ্রীত সিং, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং (অধিনায়ক), বরুণ কুমার, অমিত রোহিদাস (সহ-অধিনায়ক), নীলম সঞ্জীপ।
মিডফিল্ডার: মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, শমসের সিং, বিবেক সাগর প্রসাদ, আকাশদীপ সিং।
ফরোয়ার্ড: মনদীপ সিং, ললিত কুমার উপাধ্যায়, অভিষেক এবং সুখজিৎ সিং।
বদলি খেলোয়াড়: রাজকুমার পাল ও জুগরাজ সিং।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭
আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !