জোকায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা?

By Bangla News Dunia Rajib

Updated on:

thaka

Bangla News Dunia , Rajib : জোকায় ইএসআই হাসপাতালের চার তলা বিল্ডিংয়ের কাছ থেকে বুধবার সকালে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রৌনক ভট্ট নামে ২৯ বছরের ওই যুবক মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁর নিখোঁজ থাকার খবর জানিয়ে মঙ্গলবার রাতে বেহালা থানায় ডায়েরি করেন।

ঠাকুরপুকুর থানার পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, রৌনকের বাড়ি বেহালা থানা এলাকায়। তাঁর পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। বুধবার সকালে জোকা ইএসআই হাসপাতাল এলাকার লোকজন রক্তাক্ত দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তাঁরা জানান, যুবকের মুখ থেঁতলানো ছিল।

কী ভাবে রৌনকের দেহ জোকা ইএসআই হাসপাতালের চার তলা বিল্ডিংয়ের কাছে পাওয়া গেল তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে পুলিশ স্থানীয় সূত্রে জেনেছে, ওই যুবক অনেক দিন ধরেই চাকরির চেষ্টায় ছিলেন। কিন্তু চাকরি জোগাড় করতে পারেননি। সেই কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের সন্দেহ, হাসপাতালের পিছনের দিকের একটি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন রৌনক।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। তার রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে ওই ঘটনা আত্মহত্যা, না মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ।

ইতিমধ্যেই বেহালা থানা এলাকায় গিয়ে ওই যুবকের পরিচিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। ইএসআই হাসপাতাল চত্বরের লোকজন ও হাসপাতালের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে. রৌনককে শেষ কখন এবং কোথায় দেখা গিয়েছিল।

#END

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন