Bangla News Dunia , দীনেশ : পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা শাসিত এই রাজ্যে ৪৩ টি আসনে চলছে ভোটগ্রহণ। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৮৩ জন প্রার্থী। প্রথম দফায় মোট ১৫,৩৪৪ টি বুথে ভোট গ্রহণ হচ্ছে।
আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন
ঝাড়খণ্ডে মোট আসন ৮১টি। গত পাঁচ বছর ঝাড়খণ্ডে হেমন্ত সরেনের নেতৃত্বে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট সরকার চলেছে। এবার এই রাজ্যে ক্ষমতা দখল করতে মরিয়া গেরুয়া শিবির। এবার নির্বাচন পর্বে হেমন্ত সোরেনের বিরুদ্ধে দুর্নীতিকে ইস্যু করেছে বিজেপি। সেইমতো জোর প্রচার চালানো হয়েছে রাজ্য জুড়ে। কিছুদিন আগে জমি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী হন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেন। এই মুহূর্তে চম্পাই বিজেপি শিবিরের সঙ্গে রয়েছেন। এছাড়াও বিজেপির সঙ্গে স্থানীয় বেশ কয়েকটি রাজনৈতিক দলের জোট হয়েছে।
আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !
আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন
অন্যদিকে কংগ্রেস,ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় জনতা দল ও বামেরা একজোট হয়ে ভোট লড়ছে। একাধিক সমীক্ষায় ইঙ্গিত মিলেছে ঝাড়খণ্ডে এবার এনডিএ শিবির ক্ষমতা দখল করতে পারে। ৪৫ থেকে ৫০ টি আসন তাদের ঝুলিতে যেতে পারে বলে সমীক্ষায় বলা হচ্ছে। তুলনায় ১৮ থেকে ২৫ টি আসনে জিতে হেমন্ত সোরেনের দল অনেকটাই পিছনে থাকবে বলে ইঙ্গিত। আগামী ২০ নভেম্বর দ্বিতীয় দফার ভোট রয়েছে ঝাড়খণ্ডে। সেদিন ৩৮ টি আসনে ভোট হবে। ২৩ নভেম্বর জানা যাবে কার দখলে থাকছে মসনদ।