‘টক টু মেয়রে’ সত্যিই কি ফোন ধরেন তিনি, টেস্ট ফিরহাদের, কি রেজাল্ট আসলো?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Firhad-Hakim

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তিনি কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী। সপ্তাহান্তে ফোন ধরে কথা বলেন নাগরিকদের সঙ্গে, নানা সমস্যার কথা শোনেন। যে অনুষ্ঠানে এই আয়োজন, সেই ‘টক টু মেয়র’–এর বয়সও নয় নয় করে বছর পাঁচ পেরিয়েছে। তবু এখনও কোনও কোনও নাগরিকের মনে বোধহয় সংশয় রয়ে গিয়েছে, আদৌ মেয়র কথা বলেন তো! সেই সংশয়ের প্রকাশ ঘটল শুক্রবার।

সাধারণত টক টু মেয়র অনুষ্ঠানে ফোন ধরে মেয়র বলেন, ‘নমস্কার! আমি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছি! বলুন, আপনার কী সমস্যা।’ এর পরে ঘণ্টাখানেক ধরে বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের কাছ থেকে বিবিধ সমস্যার কথা শোনেন, সে–সব নথিভুক্ত করা হয় ওয়ার্ড নম্বর, ঠিকানার তথ্য–সহ। তার পরে সংশ্লিষ্ট পুর–আধিকারিকরা সেই ঠিকানায় গিয়ে সমস্যা খতিয়ে দেখে সাধ্যমতো সমাধানের ব্যবস্থা করেন।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

শুক্রবার এই অনুষ্ঠানের শেষ দিকে একটা ফোন আসে। মেয়র তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফোন ধরে সম্বোধন করে শুনতে চান সমস্যার কথা। সে সময়ে ফোনের ওপার থেকে বলতে শোনা যায়, ‘আপনি ফিরহাদ হাকিম বলছেন। কোনও সমস্যা নেই। টেস্ট করে দেখলাম আপনাকে ফোনে পাওয়া যায় কিনা। ঠিক আছে।’ এমন অপ্রত্যাশিত ফোনে কয়েক সেকেন্ডের জন্যে হতভম্ব হয়ে পড়েন ফিরহাদ। তার পরে সম্বিত ফিরতেই তিনি ফোনটা কেটে দেন। একটু হেসে মেয়রকে স্বগতোক্তি করতে শোনা যায়, ‘টেস্ট নিচ্ছে।’

শহরের নাগরিকদের পুর–পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধান যাতে সহজে করা যায়, সে জন্যেই কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার বছরখানেকের মধ্যে ‘টক টু মেয়র’ অনুষ্ঠান চালু করেছিলেন ফিরহাদ। কলকাতা পুরসভায় এর আগে এই ধরনের অনুষ্ঠানের চল ছিল না। ফিরহাদ নিজেও অনেক বার বলেছেন, ‘লাল ফিতের ফাঁসে অনেক নাগরিকের সমস্যা অহেতুক আটকে থাকে। সেই ফিতের ফাঁস কাটতেই এই অনুষ্ঠান চালু করেছি।’ পুরসভার অন্দরে কান পাতলে পদস্থ আধিকারিক থেকে গ্রুপ–ডি কর্মীদের মুখে–মুখে ফেরে টক টু মেয়র অনুষ্ঠানের জনপ্রিয়তার কথা।

পুরসভার বিল্ডিং বিভাগের এক আধিকারিক বলেন, ‘আরব্যরজনীর গল্প–কাহিনি আলিফ লায়লায় হারুন অল রশিদ বলে এক খলিফার কথা রয়েছে। সেই বাদশা রাতে শহরের পথে ছদ্মবেশে ঘুরে–ঘুরে প্রজাদের সুখদুঃখের খবর নিতেন। সমস্যার সমাধানও করতেন। কালের নিয়মে বদলে গিয়েছে অনেক কিছুই। তবে আমাদের টক টু মেয়র অনুষ্ঠান অনেকটা সেই রাজকাহিনির মতোই।’

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন