Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘সন্তান’ ঋত্বিক চক্রবর্তীর ভাগ্যের চাকা আরও কতদূর নিয়ে গেল তা নিয়ে হিসেব নিকেশ চলার মাঝেই তাঁর নতুন ছবি ‘ভাগ্যলক্ষ্মী’র ট্রেলার হাজির হয়েছে। ঋত্বিক এবং শোলাঙ্কির সাবলীল অভিনয় নজর কেড়েছে ট্রেলারে। ‘ভাগ্যলক্ষ্মী’ মুক্তি পাবে ১০ জানুয়ারি।
ছবিতে বিভিন্ন চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, শোলাঙ্কি রায়, স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার, অনন্যা দাস, রতন সরখেল প্রমুখ। ছবি নিয়ে আশাবাদী মৈনাক ভৌমিক বলেন, “আমি একজন সাধারণ মধ্যবিত্ত স্বামী-স্ত্রীকে নিয়ে একটি ফিল্ম বানাতে চেয়েছিলাম। আমার কাছে এই ছবিটা হল বাস্তব জীবনের একটা প্রতিচ্ছবি। আমি নন্দী সিনেমা এবং আমার প্রযোজকের কাছে ঋণী যে তাঁরা এই গল্পটার প্রতি আগ্রহ দেখিয়েছেন।”
গল্পের দিকে তাকালে দেখা যাবে, সত্য ও কাবেরীর পরিবার আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতোই ৷ সন্তানকে বাইরে ভালো স্কুলে পড়তে পাঠিয়ে খরচার চিন্তায় ঘুম উড়েছে তাদের ৷ এমন সময়ে এক রাতের মধ্যে উলটে পালটে যায় তাদের ভাগ্যের চাকা ৷ বাড়িতে হয়ে যায় একটা খুন৷ নিহতের সঙ্গে পাওয়া যায় স্যুটকেস ভর্তি টাকা। সেই স্যুটকেস ভর্তি টাকা এই দম্পতির জীবনে সুখের ঠিকানা দেবে নাকি ঘটবে অন্যকিছু সেটাই দেখা যাবে ছবির গল্পে।
আরো পড়ুন:– ১১ নম্বরে রোজ ১১১ মিনিট! আয়ু বাড়ায় ১১ বছর, দাবি গবেষণায়। বিস্তারিত জানুন
ঋত্বিক বলেন, “মৈনাকের সঙ্গে এটা আমার পঞ্চম কাজ। সবসময়ই নতুনত্বের খোঁজ করে মৈনাক। এই ছবিতে কমেডি এবং থ্রিলার মিলেমিশে আছে। কমেডির মোড়কে থ্রিলার বুনেছেন মৈনাক।” শোলাঙ্কি বলেন, “আমার আগে কখনও কাজ হয়নি মৈনাকের সঙ্গে। আমি চেয়েছিলাম ওঁর সঙ্গে একটা কাজ হোক। কথাও হয়েছিল আমাদের। সেই কাজটা যদিও হয়নি এখনও। এরই মাঝে মৈনাক আমাকে এই ছবিটার জন্য ফোন করে। আমিও রাজি হয়ে যাই। অনেকদিন পর মৈনাক থ্রিলার বানাচ্ছে। নিজেকে ভাববার জন্য দুবার সময় দিইনি। আমি মৈনাকের ফ্যান। খুব মজা করে কাজটা করেছি। মৈনাক নিজেই আসলে মজার একজন মানুষ।”
এই ছবিতে স্বস্তিকা দত্ত রয়েছেন অতিথি শিল্পী হিসেবে। চরিত্রের নাম গার্গী চট্টোপাধ্যায়। স্বস্তিকা বলেন, “এই ছবিতে কাজ করার অন্যতম কারণ মৈনাক ভৌমিক। মৈনাক দা আমার ক্রাশ। তাছাড়া ঋত্বিক দা’কে নিয়ে তো নতুন করে বলার নেই ৷ দুর্দান্ত অভিনেতা। আর শোলাঙ্কি দি ভীষণ সুইট। আমি এঁদের সঙ্গে আগে কাজ করিনি। ‘ভাগ্যলক্ষ্মী’ আমাকে সেই সুযোগ করে দিল। আশা করি ভালো লাগবে সবার।”
প্রসঙ্গত, ডিসেম্বর মাসেই মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। চারটিই নামী পরিচালকের। শহর, শহরতলি এবং মফস্বলে বইছে ‘খাদান’ ঝড়। এখনও অবধি চারটে সিনেমার রেস-এ ‘খাদান’ই এগিয়ে ৷ বক্স অফিসে সে কত আয় করছে তা নিয়েও চর্চা আজ তুঙ্গে । মুক্তির 80 দিন পার হয়ে গেলেও খেল দেখাচ্ছে ‘বহুরূপী’। ‘সন্তান’, ‘চালচিত্র’, ‘5 নং স্বপ্নময় লেন’ও চলছে বহু প্রেক্ষাগৃহে। এরই মাঝে একে একে আগামী ছবির মুক্তির তারিখ সামনে আসছে। সিনেমা হল পাওয়া নিয়ে ফের সমস্যা তৈরি হবে না তো নতুন বছরে। চোখ থাকবে সেদিকেও।
আরো পড়ুন:– ভয়াবহ ১০ বিপর্যয় যা বিপুল ক্ষতি করেছে এ বছরে, জানুন বিস্তারিত
আরো পড়ুন:– জ়িনাতকে ধরতে বন দপ্তরের সফল অভিযানকে কুর্নিশ মমতার, কী লিখলেন মুখ্যমন্ত্রী?