‘টাকা চেয়ে নাগাড়ে অত্যাচার’, খুন করে স্বামীকে ২ ভাগ করল স্ত্রী

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিয়ের পর থেকেই শুরু হয়েছিল অত্যাচার। কখনও টাকা চেয়ে মারধর, কখনও আবার অন্য কোনও কারণে। মত্ত অবস্থায় নাগাড়ে অত্যাচারও করা হতো। এই পরিস্থিতি থেকে বাঁচতে ঘুমের মধ্যে স্বামীকে খুন করেন স্ত্রী। এখানেই শেষ নয়, প্রমাণ লোপাট করতে কেটে দুই ভাগ করেছে স্বামীর দেহ। তারপরেও শেষ রক্ষা হয়নি, পুলিশের হাতে গ্রেপ্তার হল অভিযুক্ত স্ত্রী। পুলিশের কাছে অত্যাচারের হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে খুনের কথাই বলেছে অভিযুক্ত। কর্নাটকের বেলাগাভির ঘটনা।

বৃহস্পতিবার অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মহিলার নাম সাবিত্রী ইতনালে, তার বয়স বছর তিরিশ। নিহত শ্রীমন্ত রামাপ্পা ইতনালের বয়স বছর পঞ্চাশ। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলা জেরায় জানিয়েছে প্রতিদিনই মত্ত অবস্থায় অত্যাচার চালাতো তার স্বামী। দীর্ঘদিন এমন চলার পরে খুনের চক্রান্ত করে ওই মহিলা। রাতের বেলায় ঘুমিয়ে থাকার সময় পাথর দিয়ে থেঁতলে খুন করে স্বামীকে। খুনের পরে দেহ লোপাটের চেষ্টাও করেছে অভিযুক্ত। শরীর ভারী হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কেটে দুইভাগ করা হয় দেহ। তারপর ২টি আলাদা ড্রামে দেহ ভরে গ্রামের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর একটি চাষের ক্ষেতে দেহ ছুড়ে ফেলে দেওয়া হয়। খুনের সময় রক্ত লেগে যাওয়ায় বেশ কিছু কাপড় পুড়িয়ে ফেলেছিল অভিযুক্ত। গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল তাদের মেয়ে। তাকে হুমকি দিয়ে চুপ করে থাকতে বলেছিল সাবিত্রী।

আরও পড়ুন:– কোনও ব্যক্তি সর্বোচ্চ ক’টি ফিক্সড ডিপোজ়িট খুলতে পারেন? কী বলছে নিয়ম? জেনে নিন

যে জমিতে দেহ ফেলে দেওয়া হয়েছিল। ওই জমির মালিক পরে দেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ যখন এসে পৌঁছয় ততক্ষণে দেহ পচেও গিয়েছে অনেকটা। প্রথমে তদন্ত করতে গিয়ে হোঁচট খেয়েছিল পুলিশ। কোনও সূত্র মিলছিল না। পরে এক গ্রামবাসীর বক্তব্য থেকে সূত্র পেয়ে সাবিত্রীকে ধরে পুলিশ। জেরায় খুনের কথা কবুল করেছে অভিযুক্ত। তল্লাশি চালিয়ে খুনের অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের কাছে সাবিত্রী দাবি করেছে যে, তার নামে একটি জমি ছিল। সেই জমি বেচে টাকা দেওয়ার কথা বলছিল তার স্বামী। অত্যাচার লাগামছাড়া হওয়াতেই খুন করেছে বলে দাবি অভিযুক্ত সাবিত্রীর।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন