টাক মাথায় টিকলি পরে বিয়ের মণ্ডপে কনে, কিন্তু কেন ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিয়ের মণ্ডপে নববধূ, পরনে লাল লেহেঙ্গা, ব্যাকলেস ব্লাউজ। সব থেকে চমকপ্রদ বিষয়টি হলো টাক মাথায় টিকলি। একদম সত্যি। কোনও পরচুলার নয়, টাক মাথাতেই বিয়ের মণ্ডপে বসেছেন তিনি, যা নজর কেড়েছে সকলের।

নববধূর চিরাচরিত সংজ্ঞা ভেঙে নতুন সৌন্দর্যে ধরা দিলেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর নীহার সচদেভা। প্রমাণ করে যে, সৌন্দর্য কোনও সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নয়।

৬ মাস বয়স থেকেই অ্যালোপেশিয়ায় আক্রান্ত নীহার। অ্যালোপেশিয়া রোগে আক্রান্ত হলে উঠে যায় সমস্ত চুল। এর জন্য নানা সময়ে নানা রকম কটাক্ষের মুখেও পড়তে হয়েছে নীহারকে। তাতেও দমে জাননি তিনি। বরং নতুন বার্তা দিলেন নীহার।

কনের সাজে অসম্ভব মোহময়ী লাগছিল নীহারকে। মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন বরের সাজে থাকা তাঁর দীর্ঘদিনের বন্ধু-প্রেমিক অরুণ ভি গণপতি।

কঠিন পরিস্থিতিতেও পাশে পেয়েছেন ছোটবেলার বন্ধু-প্রেমিক অরুণ ভি গণপতিকে। তাঁদের মালাবদল অনুষ্ঠানের ঠিক আগে আলিঙ্গনের মুহূর্তটি বেশ আবেগঘনও হয়ে উঠেছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর নীহার সচদেভার বিয়ের ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। মন কেড়েছে নেটিজ়েনদের।

প্রথাগত ধারণা অনুযায়ী, ঘন কালো চুলকে সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচনা করে থাকেন অনেকে। তা নিয়ে যদিও বিস্তর যুক্তি-পাল্টা যুক্তি রয়েছে। তবে এ ক্ষেত্রে নীহারের সাহসী পদক্ষেপ প্রমাণ করে যে, সৌন্দর্য কোনও সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নয়।

ফ্যাশন ইনফ্লুয়েন্সার দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। জীবনের সবচেয়ে বড় দিনে উইগ ত্যাগ করে টাক মাথাতেই নিজেকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছেন নীহার।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন