টানা ৫ দিনই দাম বেড়েছে, সামনের সপ্তাহে নজর রাখুন এই ৮ স্টকে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাজেটের পর গত পাঁচ দিনে দেশের শেয়ার বাজারে মিশ্র ভাব দেখা গিয়েছিল। এর মধ্যে সপ্তাহের মাঝের দিনে সেনসেক্স, নিফটি বাড়লেও, সোম ও শুক্রবার পতন হয়েছিল স্টক এক্সচেঞ্জের সূচকের। সব মিলিয়ে এ সপ্তাহে সেনসেক্স বেড়েছে ০.৪৬ শতাংশ। শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স রয়েছে ৭৭ হাজার ৮৬০ পয়েন্টে। নিফটি৫০ এ সপ্তাহে বেড়েছে ০.২২ শতাংশ। শুক্রবার বাজার বন্ধের সময় নিফটি৫০ রয়েছে ২৩ হাজার ৫৬০ পয়েন্টে। কিন্তু এ সপ্তাহেও এমন কয়েকটি স্টক রয়েছে, যেগুলি একটানা পাঁচ দিনই বেড়েছে। অর্থাৎ সেনসেক্স ও নিফটি-র পরিস্থিতি যেমনই থাকুক না কেন, এই সব সংস্থার শেয়ারের বৃদ্ধি ধারাবাহিকতা দেখিয়েছে সারা সপ্তাহ জুড়ে। আগামী সপ্তাহে শেয়ার মার্কেটে ট্রেডিং করলে নজর রাখতে পারেন এই সমস্ত স্টক।

অ্যাবট ইন্ডিয়া: ফার্মা সেক্টরের এই সংস্থার শেয়ার দর ২৯ হাজার ৭৯৯ টাকা। গত পাঁচ দিনে প্রায় ১৪ শতাংশ বেড়েছে এই সংস্থার স্টক।

চম্বল ফার্টিলাইজ়ার অ্যান্ড কেমিক্যালস: রাসায়নিক প্রস্তুতকারক সংস্থার শেয়ারের দাম হয়েছে ৫৫৫ টাকা। গত পাঁচ দিনে প্রায় ১১ শতাংশ বেড়েছে এই সংস্থার স্টকের দাম।

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক: এই সংস্থার শেয়ারের দাম এখন ১ হাজার ৭৯ টাকা। গত পাঁচ দিনে ৯ শতাংশের কাছাকাছি বেড়েছে এর শেয়ার দর।

কোফর্জ: এই সংস্থার শেয়ার দর এখন ৮ হাজার ৫৩৫ টাকা। গত পাঁচ দিনে ৬ শতাংশের কাছাকাছি বেড়েছে এই মিড ক্যাপ আইটি সংস্থার স্টকের দাম।

পারসিসটেন্ট সিস্টেমস: এর স্টকের দাম ৬ হাজার ২৫৪ টাকা। গত পাঁচ দিনে বেড়েছে ৫ শতাংশ।

উইপ্রো: তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ার দর এখন ৩১৮ টাকা। গত পাঁচ দিনে প্রায় ৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

টেক মাহিন্দ্রা: এই তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ার দর গত পাঁচ দিনে ৩ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৬৯২ টাকা।

অ্যাস্ট্রাজ়েনেকা: ফার্মা সেক্টরের মাল্টিন্যাশনাল সংস্থার স্টকের দাম গত পাঁচ দিন একটানা বেড়ে হয়েছে ৭ হাজার ৬১১ টাকা। গত পাঁচ দিনে প্রায় ৩ শতাংশ দাম বেড়েছে এই সংস্থার।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন