Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন বছরের শুরু থেকেই অস্থিরতা বজায় রয়েছে দেশের শেয়ার বাজারে। গত সপ্তাহেও সেই প্রবণতার অন্যথা হয়নি। উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েই সারা সপ্তাহে ০.৭৭ শতাংশ কমে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স রয়েছে ৭৬ হাজার ১৯০ পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ০.৫০ শতাংশ কমে রয়েছে ২৩ হাজার ৯২ পয়েন্টে। কিন্তু এ রকম কয়েকটি স্টক রয়েছে যেগুলি গত সপ্তাহে পাঁচ ট্রেডিং সেশনেই এক টানা বেড়েছে। এসিই ইক্যুইটি সূত্রে পাওয়া এ রকমই সাতটি স্টকের উল্লেখ করা হলো এই প্রতিবেদনে। আগামী সপ্তাহে শেয়ার কেনার কথা ভাবলে এই সমস্ত সংস্থার স্টকে নজর রাখতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
Jaykay Enterprises: আঠা, মেটালার্জি পাউডারের মতো রাসায়নিকের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এবং প্ল্যান্ট মডেলিংয়ের কাজও করে এই সংস্থা। গত শুক্রবার ৪.৮৭ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ১৬৭ টাকা। গত পাঁচ ট্রেডিং সেশনে এর শেয়ার দর বেড়েছে ৩০ শতাংশ। গত ৬ মাসে ৮০ শতাংশের বেশি হয়েছে এই শেয়ারের দাম।
আরও পড়ুন:– কোন ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়া সুবিধাজনক? প্রসেসিং চার্জ কার বেশি? রইল তালিকা
Polo Queen Industrial & Fintech: সাবান, ফ্লোর ও টয়লেট ক্লিনার, এয়ার ফ্রেশনার, কিচেন কেয়ার প্রোডাক্ট তৈরি করে এই সংস্থা। গত শুক্রবার প্রায় ৫ শতাংশ বেড়ে এই সংস্থার প্রতি শেয়ারের দাম হয়েছে ১৩৭ টাকা। গত পাঁচ দিনে ২১ শতাংশের বেশি বেড়েছে এই সংস্থার স্টক। এর বৃদ্ধি এতটাই স্টেডি স্টকের গ্রাফে রয়েছে স্টেয়ারকেস প্যাটার্ন। গত ৬ মাসে ২১০ শতাংশ শেয়ার দর বেড়েছে পোলো কুইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনটেকের।
Shalimar Agencies: এই সংস্থার শেয়ারের বৃদ্ধিও যথেষ্ট আকর্ষণীয় ছিল গত সপ্তাহে। ২ শতাংশ বেড়ে শালিমার এজেন্সির স্টকের দাম হয়েছে ১৫৫ টাকা। গত পাঁচ ট্রেডিং সেশনে তা বেড়েছে ৮ শতাংশের বেশি। গত ৬ মাসে তা বেড়েছে ২৪৫ শতাংশ।
Elitecon International: তামাকজাত দ্রব্য তৈরির এই সংস্থার শেয়ার দর গত সপ্তাহে টানা পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে। গত শুক্রবার প্রায় ২ শতাংশ বেড়ে এর শেয়ার দর হয়েছে ১৪২ টাকা। গত সপ্তাহে তা বেড়েছে প্রায় ৬ শতাংশ। গত ৬ মাসে চোখ ধাঁধানো রিটার্ন মিলেছে এই স্টক থেকে।
BGR Energy Systems: গত শুক্রবার ২ শতাংশ বেড়ে এই সংস্থার শেয়ার দর পৌঁছে গিয়েছে ১৪৫ টাকায়। গত সপ্তাহে তা বেড়েছে ৮.২ শতাংশ। এর গ্রাফেরও রয়েছে স্টেয়ারকেস প্যাটার্ন। গত ৬ মাসে এই সংস্থার শেয়ার দর বেড়েছে ২৪৫ শতাংশ।
Surya Roshni: ফ্যান, লেড লাইট, পিভিসি পাইপ তৈরির এই সংস্থার শেয়ার দর ০.৬০ শতাংশ বেড়ে হয়েছে ২৮১ টাকা। গত পাঁচ ট্রেডিং সেশনে প্রায় ৬ শতাংশের কাছাকাছি বেড়েছে এর শেয়ার দর।
Britannia Industries: খাদ্যদ্রব্য তৈরির এই সংস্থার শেয়ার পারফরম্যান্সও গত সপ্তাহে ছিল আকর্ষণীয়। ১.৭৪ শতাংশ বেড়ে শুক্রবার বাজার বন্ধের সময়ে এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ৫ হাজার ১০০ টাকা। গত সপ্তাহে ৫ শতাংশের বেশি বেড়েছে এর স্টকের দাম।