টার্গেটের চাপ, বসের অকথ্য গালিগালাজ, আবারো আত্মঘাতী বেসরকারি সংস্থার কর্মী

By Bangla news dunia Desk

Published on:

work

Bangla News Dunia , দীনেশ :- মাত্রাতিরিক্ত কাজের চাপে পুনে ইওয়াই ইন্ডিয়া সংস্থার কর্মী অ্যানা সেবাস্টিয়ান পেরাইলের মৃত্যু তোলপাড় ফেলে দিয়েছে দেশে। তার মধ্যেই এ বার ঝাঁসিতে ৪৩ বছরের এক বেসরকারি সংস্থার কর্মীর আত্মহত্যার ঘটনায় ফের প্রশ্নের মুখে টক্সিক ওয়ার্ক কালচার।

জানা গিয়েছে, রবিবার ঝাঁসিতে বেসরকারি ফিন্যান্স সংস্থার ম্যানেজার তরুণ সাক্সেনা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুইসাইড নোটে তরুণ সাক্সেনা লিখেছেন, কী ভাবে দিনের পর দিন বিজ়নেস টার্গেটের চাপে জাঁতাকলে পেষা হচ্ছিল তাঁকে। আর তাই সকালের কনফারেন্স কলের পরই তিনি চরম পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন রবিবার।

আরো পড়ুন :- ‘গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও’, সায়নী ঘোষের নিশানায় বাহুবলী তৃণমুল নেতা !

অফিসের মধ্যে মৌখিকভাবে হেনস্থা করার কথাও সুইসাইড নোটে উল্লেখ করেছেন তরুণ সাক্সেনা। মিটিং চলাকালীন সিনিয়ররা বারবার তাঁকে অসম্মান করতেন, টার্গেট পূরণ না করতে পারলে ছেড়ে কথা বলা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হতো, এগুলিও উল্লেখ রয়েছে সুইসাইড নোটে। শুধু তাই নয়, বিগত কয়েক মাসে অফিসের পরিস্থিতি এতটাই অসহনীয় হয়ে উঠেছিল তিনি পাঁচবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু অসফল হন।

আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !

তরুণ সাক্সেনার ছোট ভাই এবং বন্ধুদের অভিযোগ, তাঁরাও একাধিক অফিস রেকর্ডিং শুনেছেন যেখানে অকথ্য ভাষায় অপমান করা হয়েছে তাঁকে। এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই তরুণ মৃত্যুর পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন সকলে।

ঝাঁসির এসপি জ্ঞানেন্দ্র কুমার সিং বলেন, ‘দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তও শুরু হয়েছে। পরিবারের তরফে যদিও এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।’

আরো পড়ুন :- বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে চিন, বিশবাঁও জলে বাংলাদেশের একাধিক প্রকল্প

কেরালার বাসিন্দা অ্যানা সেবাস্টিয়ান পেরাইলের মৃত্যুতে অফিসে অমানুষিক কাজের চাপ নিয়ে তর্জা চলছে। অযথা কাজের চাপ, অফিস টাইমের বাইরেও ঘণ্টার পর ঘণ্টা কজা করানো, বসের থেকে অসম্মান এবং সর্বোপরি টক্সিক ওয়ার্ক কালচার যেন নরকযন্ত্রণা ডেকে আনছে। এমনটাই অভিযোগ তুলছেন দেশের অধিকাংশ বেসরকারি সংস্থায় কর্মরতরা।

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন