টার্গেট ছিল রিটায়ার্ড প্রবীণরা, রিটার্নের লোভ দেখিয়ে কোটি টাকার প্রতারণা, কলকাতায় ধৃত ৬ স্ক্যামার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোশ্যাল মিডিয়ায় শেয়ার মার্কেটের বিজ্ঞাপন। রাতারাতি বড়লোক করার প্রতিশ্রুতি। লোভ সামলাতে না পেরে বিনিয়োগ করেছিলেন সল্টলেকের এক বাসিন্দা। একটু-আধটু নয়, প্রায় এক কোটি টাকা! কিন্তু অচিরেই মোহভঙ্গ হল। পুরো টাকাটাই খুইয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। সঙ্গে-সঙ্গে দ্রুত ‘অ্যাকশন’ নিল পুলিশ। আর তাতেই ধরা পড়ল বড়সড় আন্তর্জাতিক চক্র।

কলকাতা থেকেই এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, চলতি ২০২৪ সালের জুনে সল্টলেকের এক অবসরপ্রাপ্ত ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন। জানান, সোশ্যাল মিডিয়ায় শেয়ার মার্কেটে ইনভেস্টের একটি বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিলেন। সেখান থেকে তাঁকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করতে বলা হয়। সেই অনুযায়ী তিনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকা জমা করেন। এরপরেই তিনি বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন।

 

আরো পড়ুন:কলকাতাতেও বিষাক্ত বাতাস, দায়ী বিরিয়ানিও? পরিবেশবিদরা কি বলছেন, জানুন

যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা হয়েছিল, তার খোঁজ শুরু করেন পুলিশ আধিকারিকরা। তখনই দেখা যায়, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে দেশের বাইরে। বিদেশের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে। এরপরেই পুলিশ বুঝতে পার যে, এর সঙ্গে কোনও বড় প্রতারণা চক্র জড়িয়ে।

ঘটনায় কলকাতা থেকে ছয় জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই চক্র দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে।

কলকাতা থেকে এই চক্র মূলত অবসরপ্রাপ্ত এবং বৃদ্ধদের টার্গেট বানিয়ে প্রতারণা করে। অভিযুক্ত ৬ জনকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতের নেওয়ার জন্য আবেদন জানাবে বলে জানা গিয়েছে। চক্রের মাথাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

 

আরো পড়ুন:– লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা পেতে নতুন নিয়ম, না জানলে সমস্যায় পড়বেন

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন