Bangla News Dunia, বাপ্পাদিত্য:- টালা জলাধার ও পলতা জল পরিশোধন কেন্দ্রে হবে আমূল সংস্থার কাজ ৷ প্রায় সাড়ে চার বছর পর এই গুরুত্বপূর্ণ দুই জায়গায় সংস্কার কাজে হাত দেবে কলকাতা কর্পোরেশনের পানীয় জল সরবরাহ বিভাগ। ফলে বন্ধ থাকব পানীয় জল পরিষেবা। কলকাতা-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা থাকবে জল শূন্য। এই কাজ হবে চলতি মাসের 14 তারিখ অর্থাৎ শনিবার।
কলকাতায় বিচ্ছিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। কারণ টালা ও পলতা এই দুই জায়গা ও তার মধ্যবর্তী পাইপ লাইনে চলবে মেরামতি কাজ ৷ মূলত বৈদ্যুতিক বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম হবে বলে কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে ৷ এছাড়াও একাধিক জায়গায ভাল্ব বদল ও একাধিক যন্ত্র মেরামত করা হবে ৷ এই কাজ করা হবে 14 ডিসেম্বর বেলা 11টা থেকে ৷ পলতা জল পরিশোধন কেন্দ্র ও টালা ট্যাঙ্ক, দুই জায়গায় একইসঙ্গে কাজ হবে ৷
আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত
আর এই দুই জায়গার মধ্যবর্তী যে সমস্ত পাইপ ও তার শাখা পাইপ গিয়েছে, সেগুলিতে একাধিক জায়গায় ছোট ও বড় লিকেজ মেরামত করা হবে। এর ফলে 14 ডিসেম্বর অর্থাৎ শনিবার সকাল 9’টা পর্যন্ত যেমন পানীয় জল দেওয়া হয়, তেমনটা দেওয়া হবে ৷ কিন্তু তারপর থেকে শহরবাসী আর পানীয় জল পাবেন না ৷ ফের পরের দিন 15 ডিসেম্বর অর্থাৎ রবিবার আবার পানীয় জলের পরিষেবা স্বাভাবিক হবে।
টালা ও পলতার জল সরবরাহ বন্ধ থাকার জেরে উত্তর ও মধ্য কলকাতার বিচ্ছিন্ন এলাকা, পূর্ব কলকাতার কিছু অংশ, পশ্চিম কলকাতা, কলকাতা লাগোয়া সল্টলেক, নবদিগন্ত এবং পানিহাটি ও কামারহাটি-সহ মিউনিসিপালিটি গুলিতেও যেখানে পলতা থেকে জল সরবরাহ হয় থাকে, সেই সমস্ত এলাকাতেও পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে।
আরো পড়ুন:- ব্রেন তীক্ষ্ণ রাখতে চান? এই ব্যায়ামগুলিতে স্মৃতিশক্তি প্রখর থাকবে- বুদ্ধি বাড়বে মস্তিষ্কের