Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শেষ হতে চলল ২০২৪ সাল। এই বছরে ক্রীড়া দুনিয়ায় একাধিক উত্থান পতন দেখা গিয়েছে। ব্যর্থতার পাশাপাশি সাফল্যও এসেছে। এই বছর যেমন ক্রিকেট বিশ্বকাপ জয়ের খরা কেটেছে, তেমনই অলিম্পিকেও নজির তৈরি করেছে। পাশাপাশি দাবাতেও আগামী প্রজন্ম উঠে এসেছে। নতুন বছর আসার আগে ফিরে দেখুন ২০২৪ সালে ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়
২০০৭ সালের পর ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ে আয়োজিত এই বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারায় ভারত। সূর্যকুমার যাদবের দুর্দান্ত ক্যাচে ভারত প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ ঘরে তোলে।
আরো পড়ুন:– ধোনির রাঁচির বাড়িতে বেআইনি কার্যকলাপ? বিস্তারিত জানতে পড়ুন …
প্যারিস অলিম্পিক
প্রতিটা অলিম্পিক ভারতের কাছে চ্যালেঞ্জের। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্যারিস অলিম্পিকে এবার টিম ইন্ডিয়া মোট ৬টি পদক জিতেছে। যেখানে রয়েছে একটি রুপো ও ৫টি ব্রোঞ্জ। শুটিং এবার ভারতকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে। মানু ভাকের, সর্বজিৎ সিং ও স্বপ্নিল কুশালে তিনটে ব্রোঞ্জ জেতেন। নীরজ চোপড়া জ্যাভেলিনে রুপো জেতেন। কুস্তি ও ভারতের পুরুষ হকি দল ব্রোঞ্জ জেতে।
প্যারিস প্যারালিম্পিক
২০২৪ সালের প্যারালিম্পিক ভারতের ইতিহাসে লেখা থাকবে। ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলা প্যারালিম্পিকে ভারত এবার সবচেয়ে বড় টিম পাঠিয়েছে। সেই টিম অবশ্য হতাশ করেনি। প্যারালিম্পিকে ভারত মোট ২৯টা পদক জেতে। যারমধ্যে রয়েছে ৭টি সোনা, ৯টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ। পদক তালিকায় ১৮ তম স্থানে শেষ করে।
চেস অলিম্পিয়াড
দাবাতেও ভারতের দাপট দেখা গিয়েছে ২০২৪ সালে। শুরুটা হয় চেস অলিম্পিয়াড দিয়ে। ইতিহাসে প্রথমবার দাবা অলিম্পিয়াডে সোনা জিতল ভারত। ছেলে ও মেয়েদের দুটো বিভাগেই সোনা আসে ভারতের ঝুলিতে।
আরো পড়ুন:– এও তাহলে সম্ভব হল, ইতিহাস লিখে সূর্যকে ছুঁল পার্কার
চেস চ্যাম্পিয়নশিপ
বছরের শেষে দাবার চ্যাম্পিয়নশিপেও ভারতের জয়জয়কার। চিনের দিং লিরেনকে হারিয়ে চেস চ্যাম্পিয়নশিপ জেতেন ডি গুকেশ। মাত্র ১৮ বছর বয়সে তিনি দাবা চ্যাম্পিয়নশিপ জিতে বিশ্ব সর্বকনিষ্ঠ চেস চ্যাম্পিয়ন হন। দাবায় আরও একটা বড় সাফল্য হচ্ছে অর্জুন এরিগাইসির ২৮০০ পয়েন্ট পাওয়া।
ব্রিজ বিশ্বকাপ
এবার ব্রিজ বিশ্বকাপে ভারতের সিনিয়র দল রুপো জেতে। দলে ছিলেন অরুণ বাপাট, প্রণব কুমার বর্ধন, বাদল চন্দ্র দাস, রবি গোয়েঙ্কা, কমল কৃষ্ণ মুখোপাধ্যায়, বিভাস টোডি ও গিরিশ বিজোর। ফাইনালে আমেরিকার কাছে হেরে গিয়ে রুপো জেতে ভারত।
অস্ট্রেলিয়ান ওপেন
অস্ট্রেলিয়ান ওপেনে রোহন বোপান্না অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে পুরুষদের ডাবলস খেতাব জেতেন। ৪৩ বছর বয়সে বোপান্না এই খেতাব জিতে রেকর্ড তৈরি করলেন।