টেট-সিটেট পাশ করেও জোটেনি চাকরি, অনলাইনে পিঠেপুলি বিক্রি মেধাবী অনিরুদ্ধর

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : বালুরঘাট ব্লকের যশাহার নামক প্রত্যন্ত এলাকার ২৪ বছর বয়সি একজন শিক্ষিত যুবক অনিরুদ্ধ মন্ডল। অংকে বিএসসি, বিএড এবং টেট ও সিটেট পাশ করেও সরকারি চাকরি না পেয়ে বেশ হতাশ হয়ে পড়েছিলেন বটে। তবে সেই হতাশাকে সরিয়ে রেখে নিজের উদ্যোগেই তিনি বানিয়ে নিয়েছেন রোজগারের নতুন পথ। অনিরুদ্ধ এখন বাড়িতে তৈরি পিঠেপুলি, নাড়ু-মুড়কি, আচার, ঠেকুয়া এবং একাদশীর থালি অনলাইনে বিক্রি করছেন। ‘গৌরীভোগ’ নামে নিজের ব্র্যান্ডে এই খাবার সামগ্রী বিক্রি করে অনিরুদ্ধ বেশ সাড়াও পাচ্ছেন ক্রেতাদের কাছ থেকে।

পুজোর নাড়ু-মুড়কি থেকে শুরু করে শীতের পাটিসাপটা, তেল পিঠা, ক্ষীর পুলি এবং একাদশীর ব্রতের বিশেষ থালি, মাসকলাই ডালের বড়ি—সবই এখন গ্রাহকেরা ঘরে বসেই অর্ডার করতে পারছেন। সেপ্টেম্বর মাসে শুরু হওয়া এই উদ্যোগে প্রথমে খুব বেশি সাড়া না মিললেও এখন ক্রমশ বাড়ছে চাহিদা।

আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন

অনিরুদ্ধর বাবা একজন সাধারণ কৃষক। মাধ্যমিকে ৮৫%, উচ্চ মাধ্যমিকে ৭৮%, বিএসসি(অংকে) ৮২.২৫% নাম্বার পাওয়া অনিরুদ্ধ সরকারি চাকরির জন্য প্রাইমারি টেট ও সিটেট কোয়ালিফাই করেছিলেন,কিন্তু তারপরেও জোটেনি চাকরি। এদিন আক্ষেপের সুরে তিনি বলেন,’এত পড়াশোনা করে যদি শেষমেশ জমির হাল ধরতে হয় বা পরিযায়ী শ্রমিক হতে হয়, তবে এত শিক্ষার দরকারই বা ছিল কেন?’ পশ্চিমবঙ্গের লক্ষাধিক শিক্ষিত বেকার যুবকের মতো অনিরুদ্ধও সরকারি চাকরির জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরে তিনি বুঝতে পারেন, চাকরি না পাওয়ার হতাশায় বসে থাকলে শুধু সময় নষ্ট হবে। তাই নিজেই অনুপ্রাণিত হয়ে অন্য পথে পা বাড়িয়েছেন।

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। তাঁদের মত, অনিরুদ্ধর এই উদ্যোগ কেবলমাত্র তাঁর পরিবারের আর্থিক সহায়তাই করছে না, বরং অনেককে অনুপ্রেরণাও জোগাচ্ছে। মেধা আর পরিশ্রম একত্রিত হলে যে কোনও বাধাকেই জয় করা সম্ভব সেটাই যেন প্রমাণ করে দেখাচ্ছেন যশাহারের অনিরুদ্ধ মন্ডল।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন