ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে নিষিদ্ধ ‘এক্স’-এর ব্যবহার ! এবার প্রশ্নের মুখে খোদ পাক প্রধানমন্ত্রী

By Bangla news dunia Desk

Published on:

pakistan

Bangla News Dunia , দীনেশ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ফের হোয়াইট হাউসে ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সারা বিশ্বের রাষ্ট্রনেতারা অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পকে। এমনকি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও (Shehbaz Sharif)। আর এই অভিনন্দন জানিয়েছেন তিনি এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে। আর তাতেই এবার প্রশ্নের মুখে পড়লেন তিনি। কারণ পাকিস্তানে (Pakistan) নিষিদ্ধ (Banned) রয়েছে এক্স।

আরো পড়ুন :- এগিয়ে আসছে পৃথিবীর শেষ দিন ? কি বলছে বিজ্ঞানীরা

পাকিস্তানের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘দ্বিতীয় মেয়াদে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। পাকিস্তান এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আমি আশাবাদী।’ এই পোস্ট প্রকাশ্যে আসতেই কটাক্ষ, বিদ্রুপের শিকার হন শাহবাজ। অনেকেরই দাবি, এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করার জন্য ভিপিএন (VPN) ব্যবহার করেছেন শাহবাজ। যা পাকিস্তানের আইনি কাঠামো লঙ্ঘনকারী।

আরো পড়ুন :- বিশ্বের সুপার পাওয়ারদের তালিকায় ভারতেরও থাকা উচিত : পুতিন

আরো পড়ুন :- মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী !

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে দেশের নিরাপত্তার স্বার্থে পাকিস্তানে নিষিদ্ধ করা এক্স। এ প্রসঙ্গে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ জানিয়েছিলেন, বালুচিস্তান লিবারেশন আর্মি-এর (BLA) জঙ্গিরা দেশবিরোধী কার্যকলাপ ছড়িয়ে দেওয়ার জন্য এক্স হ্যান্ডেল ব্যবহার করছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করেই এক্স হ্যান্ডেলে পাক প্রধানমন্ত্রীর পোস্ট ঘিরে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। যদিও এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি পাকিস্তানের সরকারের তরফে।

আরো পড়ুন :- ঝড়েও হবে না ক্ষতি, সুন্দরবন বাঁচাতে ৪৫০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ প্রকল্প, হবে বিপুল কর্মসংস্থান

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন