ট্রাম্পের শপথের আগে কিনে রেখে দিতে পারেন এই পাঁচ সংস্থার শেয়ার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শেষ সপ্তাহের মিক্সড পারফরম্যান্সে কিছুটা পিছিয়ে পড়ে সেনসেক্স রয়েছে ৭৬ হাজার ৬১৯ পয়েন্টে এবং নিফটি৫০ রয়েছে ২৩ হাজার ২০৩ পয়েন্টে। গত সপ্তাহে ইউটিলিটি এবং মেটাল সেক্টর হচ্ছে টপ আউটপারফর্মাস। রিয়েলটি এবং আইটি সবথেকে বেশি আন্ডারপারফর্ম করেছে। এরই মধ্যে সোমবার রয়েছে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠান। তার আগে বাজারের পরিস্থিতির খুব বেশি বদলের আশা করছেন না বিশেষজ্ঞরা। তবে সোমবার সকালে গিফ্ট নিফটি হায়ার পয়েন্টে স্টার্ট করেছে। যা লগ্নিকারীদের কিছুটা আশা জাগাচ্ছে। সোমবার স্টকের কারবার করলে কোন কোন সংস্থার শেয়ারে নজর রাখতে পারেন দেখে নিন।

রোটো পাম্পস লিমিটেড: এই সংস্থার শেয়ারে নজর রাখুন সোমবার। গত সপ্তাহে ওঠা-নামার মধ্যে দিয়ে গিয়ে ১.২৯ শতাংশ পড়লেও সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে শেয়ার দর বেড়েছে এই সংস্থার। ১ শতাংশের কাছাকাছি বেড়ে রোটো পাম্পসের শেয়ার দর এখন ২৭৫ টাকা। এর টার্গেট প্রাইস ৩০০ টাকা এবং স্টপলস ২৬৫ টাকা।

আরও পড়ুন:– প্রয়োজন আরও ১২ কোটির, মেয়েকে সারাবে ১৬ কোটির ইঞ্জেকশন, ঘুম নেই পরিবারের

ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি: গত সপ্তাহে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার দর ৩ শতাংশের আশপাশে বেড়েছে। গত শুক্রবার সেনসেক্স, নিফটি কমলেও শেয়ার দর ৬ টাকা বেড়ে হয়েছে ২০৫ টাকা। এর টার্গেট প্রাইস ২১৩ টাকা এবং স্টপলস ১৯৮ টাকা।

এনএইচপিসি: এই সংস্থার শেয়ার দর শুক্রবার ১.৬২ শতাংশ বেড়েছে। গত সপ্তাহ জুড়ে সাড়ে ৭ শতাংশের বেশি বেড়ে হাইড্রোপাওয়ার সেক্টরের এই সংস্থার শেয়ার দর হয়েছে ৮০ টাকা। এর টার্গেট প্রাইস ৮৪ টাকা এবং স্টপলস ৭৮ টাকা।

জুবিলিয়ান্ট ফুডওয়ার্কস: চরম ওঠানামার মধ্যে দিয়ে গত সপ্তাহে যেতে হয়েছে এই সংস্থার শেয়ারকে। ডাউনফলের এত চাপ সহ্য করেও শুক্রবার ০.৪৯ শতাংশ দাম বেড়েছে এই স্টকের। এখন এর দাম ৬৯৩ টাকা। এর টার্গেট প্রাইস ৭২০ টাকা এবং স্টপলস ৬৮০ টাকা।

গোদরেজ প্রপারর্টিজ়: গত শুক্রবার প্রায় ২ শতাংশ বেড়ে এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২ হাজার ৪১০ টাকা। সপ্তাহের নিরিখেও গ্রোথে রয়েছে গোদরেজের এই শেয়ার। এর টার্গেট প্রাইস রয়েছে ২ হাজার ৪৭০ টাকা এবং স্টপলস ২ হাজার ৩৭০ টাকা।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– পাইলটরা দাড়ি রাখতে পারেননা, কারণটা যেমন চমকপ্রদ, তেমনই যুক্তিসঙ্গত

আরও পড়ুন:– হতাশার মধ্যেও আশার আলো দেখিয়েছে, ট্রেডিং করলে এ সপ্তাহে নজর রাখুন এই তিন স্টকে

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন