ট্রাম্পের শপথে হিটলারি কায়দায় স্যালুট ঠুকে বিতর্কে ইলন মাস্ক, কী জবাব এক্স কর্তার?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নাৎজ়ি কায়দায় শূন্যে ছুড়লেন হাত। আর তাতেই ট্রাম্পের শপথ অনুষ্ঠানের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এলেন ইলন মাস্ক। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সে ভিডিয়োতে দেখা গিয়েছে, ডান হাত বুকে ঠুকে তার পর শূন্যে উঁচিয়েছেন টেসলা কর্তা। ইলন মাস্কের উচ্ছ্বাস প্রকাশের এই ভঙ্গিমাকে অ্যাডলফ হিটলানের নাৎজ়ি বাহিনীর সঙ্গে তুলনা করছেন অনেকেই।

আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ অনুষ্ঠানে তাঁর আস্থাভাজন ইলন মাস্কের উপস্থিতি ছিল নজরকাড়া। দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করার সময় স্পেস এক্স, এক্স এবং টেসলা কর্তার ভঙ্গিমা রীতিমতো বিতর্ক তৈরি করেছে।

আমেরিকার ইতিহাসবিদ তথা নাৎজ়িবাদ বিশেষজ্ঞ ক্লেয়ার আউবিন বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, হ্যাঁ, আপনারা চোখে দেখে যা বুঝেছেন তা সঠিক। এটি সিগ হেল অর্থাৎ নাৎজ়ি স্যালুট।’ একই কথা বলেছেন ইতিহাসবিদ তথা ফ্যাসিবাদের গবেষক রুথ বেন ঘিয়াত। তাঁর কথায়, ‘এটি নিঃসন্দেহে নাৎজ়ি স্যালুট এবং যুদ্ধরত অবস্থায় দেওয়া হতো।’

ইলন মাস্কের এ হেন ভঙ্গিমা প্রকাশ দেখে সরব হন ডেমোক্রেটিক পার্টির সদস্যরাও। ডেমোক্র্যাট প্রতিনিধি আলেকজ়েন্দ্রিয়া ওকাসিও কর্টেজ় বলেন, ‘ভেবে দেখুন, আপনি হেইল হিটলার স্যালুট করছেন। বারবার স্টেজে এই ভঙ্গি করেছেন। স্পষ্ট দেখা গিয়েছে।’

যদিও এই অভিযোগ আমল দিতে নারাজ ইলন মাস্ক। এক্স হ্যান্ডল পোস্টে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘ফ্র্যাঙ্কলি বলছি, ওদের উচিত আরও নোংরা বুদ্ধি বের করা। সকলকে হিটলার বলা পুরোনো হয়ে গিয়েছে।’

শপথ অনুষ্ঠানে উপস্থিত এক দর্শক বলেন, ‘উনি খুব মজার মানুষ। মজার ছলে কথা বলেন। তাই স্টেজে যখন ওই ভাবে স্যালুট করেন, আমরা বিষয়টিকে সিরিয়াস ভাবিনি।’

ওয়্যার্ড এবং রোলিং স্টোন ম্যাগাজ়িনে প্রকাশিত রিপোর্ট বলছে, স্টেজে দাঁড়িয়ে ইলন মাস্কের নাৎজ়ি ভঙ্গিমায় করা স্যালুট অনুষ্ঠানে উপস্থিত দক্ষিণপন্থী নেতাদের প্রশংসা কুড়িয়েছে হয়েছে। ডানপন্থী লেখক ইভান কিলগোর মাস্কের এই ভঙ্গিমাকে অভূতপূর্ব বলে উল্লেখ করেছেন।

সম্প্রতি ইলন মাস্ক জার্মানির অতি দক্ষিণপন্থী এএফডি পার্টি এবং ব্রিটিশ অভিবাসন বিরোধী দলের প্রশংসা করেছেন। এর আগে মাস্কের একাধিক সিদ্ধান্তের সমালোচনা করলেও এ বার তাঁর পাশে দাঁড়িয়েছে জার্মানির এএফডি পার্টি। এক্স হ্যান্ডলে পোস্ট করে তারা বলে, ‘উচ্ছ্বাসের মধ্যে অদ্ভূত এই ভঙ্গিমা দেখিয়েছেন ইলন মাস্ক। তবে তা নাৎজ়ি স্যালুট ছিল না।’

অন্য এক ইতিহাসবিদ অ্যারন অ্যাস্টরের কথায়, ‘আমি ইলন মাস্কের সমালোচনা করেছি বহুবার। তবে এ বার তিনি যেটা করেছেন তা নাৎজ়ি স্যালুট মোটেই নয়। মানুষকে ধন্যবাদ জানাতে গিয়ে উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ হয়েছে তাঁর।’ ২০২১ সালে ইলন মাস্ক জানিয়েছিলেন, তাঁর অ্যাসপারগার্স সিনড্রোম রয়েছে। যা অটিজ়ম রোগের একটি ভাগ। সে কারণেই সম্ভবত ওই ধরনের ভঙ্গিমা দেখিয়েছেন বলে মনে করছেন এই ইতিহাসবিদ।

আরও পড়ুন:– ব্রিটেনই ভেঙে দিয়েছিল ভারতের উৎপাদন শিল্পের কোমর, কত টাকা লুট করেছিল তারা?

আরও পড়ুন:– ভারতীয় রেলে 32,438 শূন্যপদে চাকরি। মাসিক বেতন 18,000/- টাকা। মাধ্যমিক পাশে আবেদন করুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন