Bangla News Dunia, বাপ্পাদিত্য:- টাকার দামে পতন অব্যাহত থাকল বাজেটের পরও। সোমবার সকালে বাজার খোলার টাকার দামের নতুন রেকর্ড তৈরি হলো। ৬৭ পয়সা কমে সোমবার ১ মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দাম হয়েছে ৮৭.২৯। এই প্রথম মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রা ৮৭ টাকা পার করল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চিনের পণ্যে অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন। তার জেরেই টাকার দামে এতটা পতন বলে মত বিশেষজ্ঞ মহলের।
শুক্রবার বাজার বন্ধের সময় ১ ডলারের সাপেক্ষে টাকার দাম ছিল ৮৬.৬২। সোমবার তা আরও নেমে গিয়েছে। গত বছর পুজোর সময় থেকেই টাকার দামে পতন শুরু হয়েছে। যত সময় পেরিয়েছে, পরিস্থিতি তত খারাপের দিকেই গিয়েছে। ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগ সরে যাওয়া টাকার দামে পতনের অন্যতম কারণ বলে মত বিশেষজ্ঞদের। এর পাশাপাশি ডলার শক্তিশালী হওয়াতে পতনের অঙ্ক বেড়েছে।
কানাডা এবং মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনের পণ্যে শুল্ক চেপেছে ১০ শতাংশ। কাল, মঙ্গলবার থেকেই তা লাগু হবে। ট্রাম্পের এই ঘোষণার পর মার্কিন ডলার শক্তিশালী হয়েছে।
কেবল টাকা নয়, চিনা মুদ্রা ইউয়ানের দামও সোমবার কমেছে। ০.৫ শতাংশ কমে এক মার্কিন ডলারের সাপেক্ষে চিনা মুদ্রার দাম হয়েছে ৭.৩৫ ইউয়ান। এর পাশাপাশি ডলারের সাপেক্ষে ইউরোর দামও কমেছে। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামও ০.৭৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৩.৭৯ মার্কিন ডলার হয়েছে।