ট্রাম্প জেতার ফলে লাভবান হবে কলকাতা ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

modi trump

Bangla News Dunia , Pallab : দ্বিতীয়বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প । এই জয়ের পর আমেরিকার 47তম প্রেসিডেন্টের ‘ধ্বজাধারী’ ট্রাম্প টাওয়ার যেন আরও ‘উন্নত শির’ ৷ তাঁর বিরাট সাফল্যকে হাতিয়ার করেই ব্যবসা আরও বাড়ানোর পথে এই ধনকুবের ! কলকাতার ইএম বাইপাস সংলগ্ন ট্রাম্প টাওয়ারে বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণের কাজ ও বিক্রি আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে । জানা গিয়েছে, আগামী 6 বছরের মধ্যে আরও 10টি প্রকল্প শুরু করতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের সংস্থা ।

আরো পড়ুন : যুবশ্রী নয়, বেকারদের এই প্রকল্পে মাসে ২০০০ টাকা দেবে রাজ্য সরকার, শুরু রেজিস্ট্রেশন প্রক্রিয়া

2017 সালে আমেরিকার 45তম রাষ্ট্রপতি হয়েছিলেন রিপাবলিকান শিল্পপতি ডোনাল্ড ট্রাম্প । আর তার পরের বছর অর্থাৎ 2018 সালে কলকাতায় এসে ট্রাম্প সংস্থার নির্মাণ প্রকল্প ‘ট্রাম্প টাওয়ার’-এর উদ্বোধন করে গিয়েছিলেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র । সেই সময় কলকাতার ট্রাম্প টাওয়ার বেশ চর্চার আলোয় থাকলেও সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হয়নি ৷ এরপর 2021 সালে জো বাইডেনের দ্বারা ট্রাম্প গদিচ্যূত হন ৷ ক্রমে আগ্রহ হারাতে শুরু করে এই ইমারত ।

উচ্চবিত্তদের আবাসন হলেও এটিকে ‘হাই-এন্ড লাক্সারি লিভিং’ বলা যায় । গোড়া থেকেই ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । তাই মার্কিন যুক্তরাষ্ট্রর পর ভারতেই সবচেয়ে বেশি বিস্তার ট্রাম্প সংস্থার । বর্তমানে কলকাতা, মুম্বই, পুনে ও গুরুগ্রামে ট্রাম্প টাওয়ারের নির্মাণ কাজ চলছে । #End

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন