Bangla News Dunia , দীনেশ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর এবারে ট্রাম্প সরকারের প্রশাসনে কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে চলেছে এলন মাস্ক, এমনটাই জল্পনা রয়েছে। ট্রাম্প নিজেও এই ইঙ্গিত দিয়েছেন। তবে কোন ভূমিকায় মাস্ককে (Elon Musk) দেখা যেতে পারে তা এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে এই জল্পনাই এবার আরও উসকে দিলেন ট্রাম্প নিজেই। জানা গিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelensky) সঙ্গে ফোনে কথা বলছিলেন ট্রাম্প। সেই সময়ই তিনি মাস্ককে ডেকে জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন। এই খবর প্রকাশ্যে আসতেই গুঞ্জন ছড়িয়েছে, তবে কি আগামীতে ট্রাম্প সরকারের আমলে রাশিয়া-ইউক্রেন সংঘাত প্রশমনে কোনও ভূমিকায় দেখা যেতে পারে টেসলা কর্ণধারকে?
আরো পড়ুন :- এগিয়ে আসছে পৃথিবীর শেষ দিন ? কি বলছে বিজ্ঞানীরা
সূত্রের খবর, বুধবার ফ্লোরিডার প্লাম বিচের রিসোর্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলছিলেন ট্রাম্প। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন এলন মাস্ক। এরপরই ট্রাম্প ফোনটি মাস্কের কাছে হস্তান্তর করেন এবং জেলেনস্কির সঙ্গে কথা বলতে বলেন। ৩ জন মিলে প্রায় আধ ঘণ্টা কথা বলেন বলে জানা গিয়েছে। ট্রাম্পকে জয়ের জন্য অভিনন্দন জানাতেই ফোন করেছিলেন জেলেনস্কি। এমনকি রাশিয়ার সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি মাস্কও জেলেনস্কিকে আশ্বস্ত করেন যে তিনি স্টারলিংক স্যাটেলাইটের (Starlink satellite) মাধ্যমে ইউক্রেনকে সাহায্য করতে থাকবেন। কারণ রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যোগাযোগের জন্য মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ব্যবস্থা ব্যবহার করছে ইউক্রেন। রুশ ফৌজের উপর নজর রাখার পাশপাশি নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখতে স্টারলিংক স্যাটেলাইট খুবই গুরুত্বপূর্ণ জেলেনস্কির দেশের কাছে।
আরো পড়ুন :- বিশ্বের সুপার পাওয়ারদের তালিকায় ভারতেরও থাকা উচিত : পুতিন
আরো পড়ুন :- মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী !
প্রসঙ্গত, নির্বাচনি প্রচারেও ট্রাম্পের হয়ে লাগাতার সওয়াল করতে দেখা গিয়েছে এলন মাস্ককে। এমনকি গত কয়েক মাসে ট্রাম্পের নির্বাচনি প্রচারকে সমর্থন জানিয়ে কোটি কোটি টাকা অনুদানও দিয়েছেন মাস্ক। সেকথা ট্রাম্প নিজেও বেশ কয়েকটি অনুষ্ঠানে স্বীকার করেছেন। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়ে বলেছিলেন, ‘তিনি যুদ্ধ শুরু নয়, তা শেষ করতে চান।’ এবার জেলেনস্কির সঙ্গে মাস্কের কথা বলিয়ে দেওয়ার পর সেই কাজ ট্রাম্প শুরু করে দিয়েছেন বলেই মনে করা হচ্ছে।
আরো পড়ুন :- ঝড়েও হবে না ক্ষতি, সুন্দরবন বাঁচাতে ৪৫০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ প্রকল্প, হবে বিপুল কর্মসংস্থান