Bangla News Dunia, দীনেশ : কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। এমনকি তাঁর দল লিবারেল পার্টির (Liberal Party) প্রধান হিসেবেও পদত্যাগ করেছেন তিনি। এই পরিস্থিতিতে ট্রুডোর জায়গায় কে বসবেন, সেই দিকেই নজর রয়েছে সকলের। তবে ট্রুডো জানিয়েছেন, তাঁর উত্তরসূরি (Successor) নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি নিজের দায়িত্ব পালন করবেন।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
ট্রুডোর পদত্যাগের ঘোষণার পরই উত্তরসূরি নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে দলে। গতকালই ট্রুডো জানিয়েছিলেন, শীঘ্রই লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হবে। সেজন্য আগামী ২৪ মার্চ পর্যন্ত কানাডার সংসদের অধিবেশন স্থগিত থাকবে। চলতি বছরেই কানাডায় প্রধানমন্ত্রী নির্বাচন রয়েছে। তাতে দলের নতুন নেতাকেই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে দৌড়ে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে। যদিও বেশ কিছু সমীক্ষায় ইঙ্গিত, এবারের নির্বাচনে ক্ষমতা হাতছাড়া হতে পারে ট্রুডোর দলের। ট্রুডোর উত্তরসূরি বেছে নেওয়ার জন্য দলের কাছে দু’মাস সময় রয়েছে। তালিকায় একাধিক নাম উঠে এসেছে। যার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
জানা গিয়েছে, বর্তমানে কানাডার পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা (Anita Anand)। এছাড়াও বিগত পাঁচ বছরে জনসেবা, প্রতিরক্ষা মন্ত্রক, কোষাগার বোর্ডের দায়িত্বেও ছিলেন তিনি। অনিতার বাবা তামিল ও মা পঞ্জাবি। ৫৭ বছর বয়সি অনিতা অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। ২০১৯ সালে ওকভিলে সাংসদ নির্বাচিত হতেই ট্রুডোর মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন তিনি। অনিতা ছাড়াও মেলানি জোলি, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, মার্ক কার্নি সহ আরও অনেকে রয়েছে কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025