Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দৃশ্য এক: হাওড়া স্টেশনের কাছে, কাটিহার এক্সপ্রেসে বালির প্রৌঢ় খুন। ধারাল অস্ত্রের কোপ।খবর প্রকাশ হতেই শোরগোল।
দৃশ্য দুই: গুজরাটের উদভাড়া রেল স্টেশনে লাইনের ধারে ১৯ বছরের তরুণীর রক্তাক্ত দেহ।খুন-ধর্ষণ…
এই দুই কেসেই জড়িত একই ব্যক্তি। অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার মতোই ঘটনা। গত গত ২৪ নভেম্বর এমনই এক ‘সিরিয়াল কিলার’কে গ্রেফতার করে পুলিশ। শুধু এই ২টিই নয়।মাত্র এক মাসেই মোট ৫টি খুনের কথা স্বীকার করেছে সে। সাম্প্রতিক অতীতে এমন ভয়ানক সিরিয়াল কিলারের কেস দুঁদে পুলিশ অফিসাররাও মনে করতে পারছেন না। এ যেন কোনও ওটিটি ক্রাইম থ্রিলারের সামিল।
আরো পড়ুন:–এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন
শুধু খুনই নয়। খুনের পর মৃতদেহের ধর্ষণেও অভিযুক্ত এই রাহুল সিং জাট। হরিয়ানার রোহতকে বাড়ি। তবে ইদানিং তার বাড়ি ছিল ট্রেন আর রেলস্টেশন। তাই একাধিক অভিযোগ পেয়েও তাকে বাগে আনতে পারছিল না পুলিশ। এর কার্যকলাপ শুনলে আপনি শিউড়ে উঠবেন।
গত ১৪ নভেম্বর উদভাড়া রেল স্টেশনের কাছে এক ১৯ বছরের তরুণীর দেহ মেলে। তদন্তে পুলিশ জানতে পারে, টিউশন থেকে ফিরছিলেন ওই তরুণী। সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। আরও তদন্তে জানা যায়, পিছন থেকে আঘাত করে তাঁকে আহত করা হয়েছিল। তারপর ধর্ষণ ও খুন করা হয়। সম্ভবত খুনের পরেও ফের দেহ ধর্ষণ করা হয়।
ঘটনাস্থল থেকে একটি টিশার্ট এবং ব্যাগ পায় পুলিশ। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনের মুখের স্পষ্ট ছবিও পেয়ে যায়।
সাধারণত এমন অপরাধীদের আগেও কোনও না কোনও ট্র্যাক রেকর্ড থাকে। সেটা ঘাঁটতেই দেখা যায়, একসময় এই ব্যক্তি জেলে ছিলেন। সুরাটের লাজপুর সেন্ট্রাল জেলের এক আধিকারিক ছবি দেখেই চিনে ফেলেন। এতেই বড় সূত্র হাতে পেয়ে যায় পুলিশ। এই বছরই জেল থেকে ছাড়া পেয়েছিল সে।
ছবি, পরিচয় পেয়ে গেলে পুলিশের পক্ষে সাধারণ অপরাধীকে খুঁজে বের করা খুব কঠিন কিছু নয়। কিন্তু এক্ষেত্রে সমস্যা ছিল একটাই। রাহুল জাট কোনও সাধারণ অপরাধী ছিল না। ট্রেনে-ট্রেনেই সে ঘুরে বেড়াত। ফলে নিয়মিত লোকেশন বদল হওয়ায় তাকে ট্র্যাক করাটাও বেশ কঠিন ছিল।
তবে ট্রেন ও স্টেশনে আজকাল ঢালাও সিসিটিভি। সেটাই কাজে লাগিয়ে তার লোকেশন ধরে ফেলে পুলিশ। গত ২৪ নভেম্বর রাতে, ব্যাপী রেল স্টেশনের পার্কিং লট থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানত, কিশোরীর ধর্ষণ-খুনে জড়িত ওই ব্যক্তি। কিন্তু জেরায় সে এমন কিছু কথা বলল, যে রীতিমতো হকচকিয়ে গেলেন অফিসাররা। কেন?
‘আমরা জানতে পেরেছি যে, অভিযুক্ত ট্রেন ও স্টেশনে আরও ৪টি খুনের কেসে জড়িত ছিল। কর্ণাটক, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে,’ জানালেন এক পুলিশ আধিকারিক।
গ্রেফতারের মাত্র একদিন আগেই তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের কাছে একটি ট্রেনে একজন মহিলাকে লুট করে খুন করেছিল।
নভেম্বরে হাওড়া রেলওয়ে স্টেশনের কাছে কাটিহার এক্সপ্রেসে এক প্রৌঢ়কে ধারাল অস্ত্র দিয়ে খুন করে।
অক্টোবরে, ট্রেনে একজন মহিলাকে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেছে সে। মহারাষ্ট্রের সোলাপুর রেলওয়ে স্টেশনের কাছে।
জেরায় জানা গিয়েছে, ট্রেনে যাত্রীদের একা পেলেই সে লুটপাট চালাত। মহিলাদের ধর্ষণ করত, বিশেষত বিশেষভাবে সক্ষম যাত্রীদের কোচে তারা টার্গেট করত।
ট্রেনে-ট্রেনে ঘুরে বেড়ানোয় এবং বিভিন্ন স্টেশনে রাত কাটাতো। ফলে পুলিশের পক্ষে তাকে ট্র্য়াক করাও অনেক কঠিন ছিল। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, হরিয়ানা, রাজস্থান এবং কর্ণাটক পুলিশের ইউনিট নিয়ে বিশাল তল্লাশি অভিযান চালানো হয়। বাপী, ভালসাদ, সুরাট এবং উদবাদায় ২,০০০ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। সেই থেকেই শেষ পর্যন্ত তার হদিশ মেলে।
অভিযুক্তের বিরুদ্ধে এক ডজনেরও বেশি কেস রেজিস্টার্ড আছে। গত এক মাসে ৫টি খুনের কথা সে নিজের মুখে স্বীকার করেছে।
জানা গিয়েছে, এর আগে এক অপরাধের ঘটনায় সে জেলে ছিল। জেল থেকে ছাড়া পেতেই ফের কুকীর্তি শুরু করে। জানা গিয়েছে, ক্লাস ৫ পর্যন্ত পড়াশোনা করেছে রাহুল। ছোট থেকেই নানা অপরাধমূলক কাজ, চুরি-ছিনতাই করত। সেই কারণে তার পরিবারও তার সঙ্গে সম্পর্ক রাখেনি।
আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
কলকাতা পুলিশের সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি: আবেদনের যোগ্যতা জানুনhttps://t.co/z6HAmVXF39
— Daily Khabor Bangla (@daily_khabor) November 28, 2024
রাজ্য সরকারের নতুন কর্মী নিয়োগ: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক পাশে আবেদন, জানুন বিস্তারিতhttps://t.co/1BJgVjOhpA
— Daily Khabor Bangla (@daily_khabor) November 28, 2024
নতুন PAN কার্ড আসছে! কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, কী হবে পুরনোটার ভবিষ্যৎ?https://t.co/Xp0qkgNPF7
— Daily Khabor Bangla (@daily_khabor) November 28, 2024
আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম
আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’
আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর