ঠান্ডার আবহেও IPO-র বাজার গরম, দেখুন কোন দিন কোন সংস্থায় লগ্নির সুযোগ মিলবে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

ipo

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রাইমারি মার্কেটে আসছে একের পর এক আইপিও। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও রয়েছে একাধিক সংস্থার আইপিও-র লিস্টিং রয়েছে। আবার ৫টি সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে ১৩ থেকে ১৭ জানুয়ারির মধ্যে। এর মধ্যে একটি মেনবোর্ড আইপিও। বাকি চারটি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ় গোত্রের আইপিও। ২০২৪ সালে আইপিও-র নিরিখে নতুন রেকর্ড তৈরি হয়েছে। ২০২৫ সালে সেই ধারা বজায় থাকবে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।

লক্ষ্মী ডেন্টাল আইপিও: ১৩ জানুয়ারি সোমবার থেকেই এই আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে। ১৫ জানুয়ারি পর্যন্ত তা চলবে। এর মাধ্যমে ৬৯৮ কোটি টাকা তুলবে ওই সংস্থা। ফ্রেশ ইস্যুর মাধ্যমে ১৩৮ কোটি টাকা এবং অফার ফর সেলের মাধ্যমে ৫৬০ কোটি  টাকা তোলার পরিকল্পনা রয়েছে। লক্ষ্মী ডেন্টালের প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ৪০৭ থেকে ৪২৮ টাকা।

আরও পড়ুন:– বাংলার মেয়েরা পাবেন কড়কড়ে 55 লাখ টাকা। নতুন প্রকল্প আনলেন মুখ্যমন্ত্রী। কারা সুবিধা পাবেন জেনে নিন

কাবরা জুয়েলস আইপিও: ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সাবস্ক্রিপশন চলবে এই সংস্থার। ৩১.২৫ লক্ষ শেয়ার বাজারে ছাড়বে এই সংস্থা। এর মাধ্যমে ৪০ কোটি টাকা তোলার পরিকল্পনা রয়েছে। কাবরা জুয়েলসের প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ১২১ থেকে ১২৮ টাকা।

রিখব সিকিউরিটিজ় আইপিও: এই আইপিও কিনতে ১৫ থেকে ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ৮৩.২৮ লক্ষ শেয়ার ফ্রেস ইস্যু এবং ২০ লক্ষ শেয়ার অফার ফর সেলের মাধ্যমে এনে বাজার থেকে ৮৮ কোটি ৮২ লক্ষ টাকা তুলবে এই সংস্থা। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ৮২ থেকে ৮৬ টাকা।

ল্যান্ডমার্ক ইমিগ্রেশন আইপিও: এই সংস্থা বাজার থেকে তুলবে ৪০ কোটি টাকা। ১৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত লগ্নিকারীরা সাবস্ক্রিপশন করতে পারবেন। ৫৬ লক্ষ শেয়ারই ফ্রেস ইস্যু করা হবে। কোনও অফার ফর সেল থাকবে না। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ৭০ থেকে ৭২ টাকা।

ইএমএ পার্টনার্স আইপিও: ১৭ জানুয়ারি সাবস্ক্রিপশন শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রায় ৬১ লক্ষ শেয়ার ছেড়ে ৭৬ কোটি টাকা তুলবে এই সংস্থা। এর শেয়ারের প্রাইস ব্যান্ড ৬৬ কোটি টাকা তুলবে এই সংস্থা।

গত সপ্তাহেও একাধিক সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন চলেছে। ওই সমস্ত সংস্থার স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে এ সপ্তাহে। ৮টি সংস্থার লিস্টিং রয়েছে সোম থেকে শুক্রবারের মধ্যে।

স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং আইপিও: ১৩ জানুয়ারি বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-এ লিস্টিং হবে।

কোয়াড্র্যান্ট ফিউচার টেক আইপিও: বিএসই এবং এনএসই-তে ১৪ জানুয়ারি লিস্টিং হবে।

ক্যাপিটাল ইনফ্রা ট্রাস্ট ইনভিট আইপিও: বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ১৪ জানুয়ারি লিস্টিং হবে এই সংস্থার।

ইন্দোবেল ইনসুলেশন আইপিও: ১৩ জানুয়ারি কেবল বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে এই সংস্থার।

অ্যাভাক্স অ্যাপারেলস অ্যান্ড অর্নামেন্টস আইপিও: ১৪ জানুয়ারি বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে এই সংস্থার।

ডেল্টা অটোকর্প আইপিও: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ১৪ জানুয়ারি এই সংস্থার লিস্টিং রয়েছে।

বিআর গলায় আইপিও: লিস্টিংয়ের মাধ্যমে বম্বের স্টক এক্সচেঞ্জে এর নাম উঠবে ১৪ জানুয়ারি।

সত কার্টার শপিং আইপিও: ১৭ জানুয়ারি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে।

(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– কিডনির সমস্যার সমাধান করে এই খাবারগুলি

আরও পড়ুন:– বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন