Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মধ্যরাতে বাড়িতে দুষ্কৃতী হানা। গুরুতর ছুরির আঘাত লাগে অভিনেতা সইফ আলি খানের। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। সেখানে তাঁর অস্ত্রোপচারও হয়েছে। এই মুহূর্তে কেমন আছেন অভিনেতা? হাসপাতাল সূত্রে খবর, বিপদমুক্ত অভিনেতা।
সইফ আলি খানের টিমের তরফে জানানো হয়েছে, ‘অস্ত্রোপচারের পর বিপদমুক্ত সইফ আলি খান। তাঁর অবস্থা স্থিতিশীল। পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকদের।’ একইসঙ্গে জানানো হয়েছে পরিবারের সকলেই নিরাপদে আছেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।
আরও পড়ুন:– বান্দ্রায় নিজের বাড়িতেই ছুরিকাহত সইফ আলি খান, বিস্তারিত জানুন
লীলাবতী হাসপাতালের চিকিৎসক নীরজ উত্তমানি, নিতিন ডাঙ্গে, এবং লীনা জৈন এবং টিমকে সইফের টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। একইসঙ্গে অভিনেতার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদেরও সমস্ত আপডেট দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। প্রসঙ্গত, বান্দ্রায় নিজের বাড়িতেই ছুরির কোপ লাগে অভিনেতা সইফ আলি খানের। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি তিনি। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত আড়াইটে নাগাদ এই ঘটনাটি ঘটে। তিনজন সন্দেহভাজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল ধারালো অস্ত্রের কোপ মারা হয় ৬ বার অভিনেতাকে। ২টি গভীর ক্ষত রয়েছে তাঁর শরীরে। অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন নিউরোসার্জন নিতিন ডাঙ্গে। সঙ্গে কসমেটিক সার্জেন লীনা জৈন, অ্যানাসথেটিস্ট নিশা গান্ধী।
আরও পড়ুন:– হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবরে হুহু করে বাড়ল আদানি গোষ্ঠীর স্টকের দাম
আরও পড়ুন:– সরকারি কর্মীরা পাবেন 25 লাখ টাকা। অবসরের পর বিশেষ সুবিধার ঘোষণা করল সরকার। দেখে নিন বিস্তারিত