ডার্বির আগে ইস্টবেঙ্গলের চমক, নতুন বিদেশির নাম ঘোষণা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দল বদলের বাজারে প্রথম বিদেশি সই করাল ইস্টবেঙ্গল। ভেনেজ়ুয়েলার ফরওয়ার্ড রিচার্ড সেলিসকে বাকি মরশুমের জন্য সই করানো হয়েছে। ২৮ বছর বয়সি এই তারকা খেলেছেন ভেনেজ়ুয়েলার জাতীয় দলে এবং সুয়ারেজ়, নেইমারের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

চোট পেয়ে চলতি মরশুম থেকে ছিটকে গিয়েছেন মাদিহ তালাল। তাঁর জায়গায় যে এবার ট্রান্সফার উইন্ডোতে নতুন প্লেয়ারকে দলে নেওয়া হবে সেটা আগেই জানিয়েছিলেন কোচ অস্কার ব্রুজ়ো। তবে সেই প্লেয়ারের নাম যে ডার্বির আগে ঘোষণা করা হবে তা অনুমান করেননি অনেকেই। তবে তিনি কবে শহরে আসবেন সেটা জানানো হয়নি।

সেলিসকে স্বাগত জানিয়ে ইমামি গ্রুপের পক্ষ থেকে বিভাস আগরওয়াল বলেন, ‘আমরা রিচার্ডকে আমাদের দলে সই করাতে পেরে খুশি। আমরা আশা করছি ওঁর গোল করার ক্ষমতা এবং ওর শক্তি আমাদের আক্রমণভাগকে শক্তিশালী করবে এবং আমাদের লক্ষ্যপূরণে সাহায্য করবে।’

আরও পড়ুন:– সুখবর! চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে! কারা ও কিভাবে টাকা পাবেন? জেনে নিন

কোচ অস্কার ব্রুজ়ো বলেন, ‘আমরা আশা করছি রিচার্ডের ট্যালেন্ট, স্কিল ও কমিটমেন্ট ইস্টবেঙ্গলকে সাহায্য করবে। আমরা আশা করছি উনি দলের সাফল্যের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন।’

রিচার্ড সেলিসের অন্যতম বড় গুণ হচ্ছে তিনি বাঁদিকে উইং ও সেন্টার ফরওয়ার্ড দুই জায়গাতেই খেলতে পারেন। তিনি ২৮ বছর বয়সে ভেনেজ়ুয়েলার প্রথম সারির একাধিক ক্লাবে খেলেছেন। তালিকায় রয়েছে অ্যাটলেটিকো ভেনেজ়ুয়েলা সিএফ, দেপোর্তিভো জেবিএল, কারাকাস এফসি এবং অ্যাকাডেমিয়া পুয়ের্তো কাবেলো। কলম্বিয়ার মিলিনিয়োরিস এফসি এবং স্লোভাকিয়ার এফকে সেনিকাতেও খেলেছেন। তিনি ভেনেজ়ুয়ালের জাতীয় দলের হয়ে বিশ্বকাপের কোয়ালিফায়ার ও কোপা আমেরিকায় খেলেছেন।

জাতীয় দলের হয়ে মাত্র চারটে ম্যাচ খেললেও ক্লাব ফুটবলে তাঁর অভিজ্ঞতা দীর্ঘদিনের। ২০১৩ সাল থেকে তিনি ক্লাব ফুটবলে ২৫০-এরও বেশি ম্যাচ খেলেছেন। ভেনেজ়ুয়েলা প্রিমিয়ার ডিভিশন ও কোলা কলম্বিয়া জিতেছেন দলের হয়ে।

ইস্টবেঙ্গলে সই করে সেলিস বলেন, ‘আমি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে আনন্দিত। এটা এমন একটা ক্লাব যার ভালো ইতিহাস ও প্যাশনেট সমর্থক রয়েছেন। এটা আমার কেরিয়ারে একটা নতুন অধ্যায় এবং আমি নতুন চ্যালেঞ্জ নিতে ও ভারতীয় ফুটবলে সুযোগটা কাজে লাগাতে অপেক্ষা করে আছি।’

আরও পড়ুন:– মোবাইলে ভুয়ো ফোন বা মেসেজ এলে কী করা উচিত? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন