ডিজিটাল লেনদেনে জোর কেন্দ্র থেকে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangal News Dunia, সমরেশ দাস : – যদিও এখনো পর্যন্ত এটা প্রমান হয়নি যে কাগজের টাকার দ্বারা ভাইরাস ছড়াতে পারে কিন্তু তাও যতটা সম্ভব নিজে সতর্ক থাকা যাই তাই কেন্দ্রীয় মন্ত্রক থেকে কাগজের টাকার থেকে সাবধান থাকতে বলা হচ্ছে । কাগজের ওপরে কতক্ষন করোনা বেঁচে থাকে তার কোনো প্রমান এখনো মেলে নি । কিন্তু কোনো ঝুঁকি না নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দফতর থেকে বেশিকরে ডিজিটাল লেনদেন করতে অনুরোধ বলা হলো । এর আগে রিজার্ভ  ব্যাঙ্ক এর গভর্নর শক্তিকান্ত দাস ও একই আর্জি জানিয়াছিলেন ।

[ আরো পড়ুন :- এবার করোনার প্রতিষোধক খুঁজতে মাঠে নামানো হলো সুপার কম্পিউটার ]

অর্থ মন্ত্রী নির্মলা সীতারামানের দফতর থেকে জানানো হইয়াছে যে ‘সামাজিক দুরুত্ব ‘ বজায় রাখতে নগদ লেনদেন এর বদলে ডিজিটাল লেনদেন করুন । ডেবিট কার্ড , মোবাইল ওয়ালেট , ফোন ব্যাঙ্কিং , এবং আরো অন্নান্ন উপায় লেনদেন করা শ্রেয় ।

অর্থমন্ত্রীর নির্দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও এলায়েসিও এ টি ম এ বা সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল লেনদেনে উৎসাহ দেওয়ার জন্য প্রচার চালাচ্ছে ।

[ আরো পড়ুন :- স্টেজ থ্রী রুখতে কি কি করা উচিৎ জেনে নিন ও মেনে চলুন ]

মন্ত্রক সূত্রের বক্তব্য, অনন্যাও দেশেও একই ভাবে ডিজিটাল লেনদেন এ উৎসাহ দেওয়া হচ্ছে । বিশেষজ্ঞরা বলছেন নোটের মাধ্যমে এক ব্যাক্তির থেকে আর এক ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস এর সংক্রমণ এর আশঙ্কা খুবই কম । তা সত্ত্বেও ওয়াশিংটন থেকে শিকাগোর মতো অনেক শহরে রেস্টুরেন্ট বা অন্যান্য দোকানে নগদ এ কেনা কাটা সব বন্ধ করে দিয়েছে ।

এবারে আমাদের উচিত তাদের কে অনুসরণ করা ও ডিজিট্যাল ভাবে সব লেনদেন করা ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন