ডিসেম্বরে একগাদা ছুটি, বন্ধ থাকবে স্কুল-কলেজ! চট করে দেখে নিন হলিডে লিস্ট

By Bangla News Dunia Rajib

Published on:

school-students

Bangla News Dunia , Rajib : নতুন মাসে নতুন করে পোয়া বারো হতে চলেছে স্কুল পড়ুয়াদের। কারণ এবার ছুটি পেয়ে যাবে সকলে। ডিসেম্বর (December) মাস পড়তে চলেছে। আর এই মাস ঘিরে সকলের মধ্যেই বিশেষ করে স্কুল পড়ুয়াদের মধ্যে এক আলাদাই ভালো লাগা কাজ করছে। কারণ মিলবে একাধিক ছুটি। ডিসেম্বর মাসে কতদিন স্কুল ছুটি থাকবে সেটা জানার জন্য কার্যত মুখিয়ে রয়েছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সকলের অভিভাবকরা। আপনার সন্তানও যদি স্কুল পড়ুয়া হয়ে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটির ওপর চোখ রাখতে ভুলবেন না।

প্রকাশ্যে ছুটির তালিকা

নভেম্বরে বেশ কয়েকদিন বন্ধ ছিল স্কুল-কলেজ। প্রায় ৩ থেকে ৪টে সরকারি ছুটি থাকায় নভেম্বর মাসে সারা দেশেই স্কুলগুলিতে ছুটি ছিল। এদিকে দিল্লি, এনসিআর এবং তার আশেপাশের জেলাগুলির কথা বলি, তবে বায়ু দূষণের কারণে শিশুদের স্কুলও প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। এ অবস্থায় ডিসেম্বর মাসে ও সেইসঙ্গে শীতকালীন ছুটি কতদিন থাকবে সেটা জানতে সবাই আগ্রহী।

ডিসেম্বর মাসে কত দিন স্কুল বন্ধ থাকবে?

ডিসেম্বর মাসে সরকারী ছুটি কত দিন হবে সেটা জেনে রাখুন। ডিসেম্বর মাসে খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এদিন সারাদেশে ছুটি থাকবে। অনেক রাজ্যে এই ছুটি একদিনের বেশি হতে পারে। এছাড়া ১, ৮, ১৫, ২২ ও ২৯ তারিখ রবিবার সমস্ত স্কুল বন্ধ থাকবে।

শীতের ছুটি কখন শুরু হবে?

বড়দিন ও নববর্ষের দিন দেশজুড়ে প্রচণ্ড ঠান্ডা থাকে। এমন পরিস্থিতিতে ডিসেম্বরের শেষ থেকে পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো কয়েকটি রাজ্যের স্কুলে শীতকালীন ছুটি থাকতে পারে। একই সঙ্গে যদি দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের মতো রাজ্যের স্কুলের কথা বলি, তাহলে ১ জানুয়ারি থেকে ছুটি থাকতে পারে।

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন