Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের সকল মানুষের কাছেই গুরুত্বপূর্ণ রেশন কার্ড (Ration Card). আমজনতা প্রত্যেক মাসে রেশন দ্রব্য পাওয়ার তালিকার দিকে চোখ রাখে। দেশ ও রাজ্যের সাধারণ মানুষকে সাহায্য করার জন্য সরকার চাল, গম, চিনি-সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলি বাজার দামের তুলনায় অনেক কম দামে সরবরাহ করে থাকে। তাই রেশন দ্রব্যের লিস্ট (Ration Item List) পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনারা আর দেরি না করে সংশ্লিষ্ট বিষয় জেনে নিন আজকের প্রতিবেদনটি থেকে।
Ration Card In West Bengal
ডিসেম্বর মাস পড়ার সাথে সাথেই, অনেকে আছেন যারা রেশনের চিন্তা শুরু করেছেন। বিশেষত যারা দৈনন্দিন প্রয়োজনের জন্য রেশন কার্ডের উপর নির্ভর করেন, তাঁদের জন্যই আজকের এই খবর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার রেশন দ্রব্য বিতরণে উল্লেখযোগ্য পরিবর্তন করছে। সেক্ষেত্রে চলতি মাস অর্থাৎ ডিসেম্বরে কোন কার্ডধারী গ্রাহক কত রেশন পাবেন, সেই বিষয়ে আগে থেকে জেনে রাখা জরুরী।
Ration Item List in West Bengal
পশ্চিমবঙ্গের মানুষের কাছে রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, বিশেষত নিম্ন আয়ের পরিবারগুলির জন্য রেশন কার্ড এবং রেশন দ্রব্য ভীষণ ভাবে দরকার হয়। পশ্চিমবঙ্গের খাদ্য এবং সরবরাহ বিভাগ প্রতি মাসে জনসাধারণকে রেশন কার্ডধারীরা যে পরিমাণ রেশন পাওয়ার অধিকারী তা সম্পর্কে আগের থেকেই অবহিত করে। তবে, চলতি মাস অর্থাৎ ডিসেম্বর মাসের জন্য, কিছু বড় পরিবর্তন করা হয়েছে। বেশ কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে এবার অতিরিক্ত খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক বিভিন্ন ধরণের রেশন কার্ড হোল্ডারদের জন্য রেশন বরাদ্দ কত রাখা হয়েছে।
AAY রেশন কার্ড (অন্ত্যোদয় অন্ন যোজনা)
পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের রেশন কার্ডগুলির মধ্যে অন্যতম হলো AAY রেশন কার্ড বা অন্ত্যোদয় অন্ন যোজনা। বাংলার সবচেয়ে দরিদ্র পরিবারগুলিতে জারি করা হয় AAY রেশন কার্ড। AAY কার্ডধারী ব্যক্তিরা হল রাজ্যের খাদ্য বন্টন ব্যবস্থার প্রাথমিক সুবিধাভোগী। তাই এই কার্ডধারীদের সাধারণত সর্বোচ্চ পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হয়। ডিসেম্বর মাসের জন্য, এই ব্যক্তিদের বরাদ্দের মধ্যে রইলো- ১) পরিবার প্রতি 21 কেজি চাল ২) এছাড়াও দেওয়া হবে 13.3 কেজি আটা বা 14 কেজি গম (যা সাধারণত দেওয়া হয়)। ৪) পাবেন 1 কেজি চিনি (সঠিক পরিমাণ চিনি রেশন দোকান থেকে সরবরাহ করা হবে)।
SPH এবং PHH রেশন কার্ড (বিশেষ অগ্রাধিকার পরিবার)
এই দুটি বিভাগের রেশন কার্ডধারীরা হলেন মূলত মাঝারি আয়ের পরিবারগুলিকে। তাঁদের রেশন পরিবেশন করা হয়৷ সাধারণত, এই ক্যাটাগরির রেশন হোল্ডারদের গম ও আটা দুইই দেওয়া হয় না। বরং প্রাপ্যতার উপর নির্ভর করে শুধুমাত্র এর মধ্যে একটি পাবেন গ্রাহকেরা। AAY কার্ডধারীদের তুলনায় বরাদ্দের পরিমাণও এদের কিছুটা কম। তাহলে জেনে নেওয়া যাক এই কার্ডধারীদের জন্য, ডিসেম্বরের মাসে কতটা বরাদ্দ হবে। ১) SPH ও PHH রেশন কার্ডের গ্রাহকেরা এই মাসে পাবেন জনপ্রতি ২.৫ কেজি চাল ২) আর পাবেন ১ কেজি ময়দা বা 2 কেজি গম, তবে উভয়ই কিন্তু একসাথে পাবেন না।
RKSY – 1 এবং RKSY – 2 রেশন কার্ড (রাজ্য খাদ্য প্রকল্প)
যারা এই এই বিভাগে পড়ছেন, সেই সকল রেশন কার্ডধারীরা অন্যদের তুলনায় সর্বনিম্ন পরিমাণে খাদ্য সামগ্রী পান। পশ্চিমবঙ্গে এই কার্ডধারীদের রেশন সাধারণত ন্যূনতম। ডিসেম্বরের জন্য কতটা বরাদ্দ করা হয়েছে? আসুন দেখে নেওয়া যাক। ১) RKSY-1 কার্ডধারীদের জন্য দেওয়া হবে জনপ্রতি ৫ কেজি চাল। ২) RKSY-2 কার্ডধারীদের জন্য দেওয়া হবে জনপ্রতি ২ কেজি চাল। নিয়মিত রেশন কার্ডধারীদের পাশাপাশি রাজ্যের কিছু গোষ্ঠীকে অতিরিক্ত সুবিধা পাচ্ছে। উদাহরণ স্বরূপ বলা যায়-
জঙ্গল মহলের বাসিন্দাদের কথা। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে বনাঞ্চলে বসবাসকারী মানুষেরা, তাঁদের জীবিকা নির্বাহের জন্য সরকারের তরফে অতিরিক্ত রেশন আইটেম পাবেন। এছাড়াও যারা পাহাড়ের বাসিন্দা এবং চা বাগানের শ্রমিক যারা প্রায়শই অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হন তাঁরা সরকারের থেকে বিশেষ সুবিধা পাবেন। ডিসেম্বরে অতিরিক্ত রেশন পেয়ে উপকৃত হবেন।
আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন
আরো পড়ুন:– সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery