ডিসেম্বর থেকে ৮% বেশি, লাফিয়ে বাড়ছে স্বাস্থ্য বীমার প্রিমিয়াম! চাপে মধ্যবিত্তরা

By Bangla News Dunia Rajib

Published on:

Health-Insurance

Bangla News Dunia , Rajib : সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় দ্রব্যাদির দাম যেন ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। শুধু তাই নয় সামান্য চাল ডাল কিনতে গিয়েও রীতিমত আঁতকে উঠছে সকলে। আর তার সঙ্গে সঙ্গেই যত দিন যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রবীণদের স্বাস্থ্য বীমার প্রিমিয়াম। যা নিয়ে বেশ চিন্তিত সকলে। একদিকে লাফিয়ে বাড়তে থাকা চিকিৎসার খরচে যেমন নাজেহাল সকলে ঠিক তেমনই দিনের পর দিন প্রিমিয়ামের দাম বাড়তে থাকায় মাথায় হাত সকলের। যার ফলে অনেক ক্ষেত্রেই মধ্যবিত্ত চাকুরিজীবী এবং প্রবীণ নাগরিকেরা স্বাস্থ্য বীমা প্রকল্প ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।

স্বাস্থ্য বীমা প্রকল্প ছেড়ে দিচ্ছেন অনেকেই

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ স্বাস্থ্য বীমা সংস্থাই প্রিমিয়াম বাড়াচ্ছে। দাবি করা হচ্ছে পরের বছর সেই প্রিমিয়ামের পরিমাণ অনেকটাই বাড়বে। এমনিতেই বর্তমান সময় অনেক মানুষ বীমা স্বাস্থ্য প্রকল্পের থেকে হার গুটিয়ে নিচ্ছেন যদি ভবিষ্যতে আরও বাড়ে তাহলে আরও কিছু মানুষ স্বাস্থ্য বীমা থেকে নাম কাটাবেন। কারণ, চড়া মূল্যবৃদ্ধিতে সংসার খরচ সামলানোর পরে একাংশ চেষ্টা করেও প্রিমিয়ামের টাকা জোগান দিতে পারবেন না। অনেক বীমা সংস্থা প্রবীণদের স্বাস্থ্য বীমায় একধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিচ্ছে প্রিমিয়ামের পরিমাণ। ৬১-৬৫ বছরের প্রবীণদের জন্য প্রিমিয়ামের ধাপ করা হয়েছে আলাদা। সেখানেও ৫ লক্ষ টাকা বিমায় অধিকাংশ ক্ষেত্রে প্রিমিয়াম দেওয়া হচ্ছে ৩৪,০০০-৩৯,০০০ টাকা। তবে এবার বিমার প্রিমিয়াম ১০% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি সংস্থা।

আরো পড়ুন :- বিরল ঘটনা, বরফে ঢাকল সৌদি আরবের উষ্ণ মরুভূমি! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব বিশ্ব

ডিসেম্বর থেকে বাড়বে প্রিমিয়ামের পরিমাণ

প্রিমিয়াম বাড়ানো নিয়ে ইতিমধ্যেই ন্যাশনাল ইনশিয়োরেন্সের জেনারেল ম্যানেজার কস্তুরী সেনগুপ্ত জানিয়েছেন, “ডিসেম্বর থেকে প্রিমিয়াম বাড়ানো হচ্ছে। তবে সব প্রকল্পে নয়। লোকসান ঠেকাতে নির্দিষ্ট কয়েকটির গড়ে ৭%-৮% বাড়ানো হবে।’’ নিউ ইন্ডিয়া অ্যাশিয়োরেন্স সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকে প্রবীণদের প্রিমিয়াম বাড়ছে ১০%। বেজায় সমস্যায় পড়েছে গ্রাহকেরা। তবে এই প্রিমিয়াম বাড়ানো নিয়ে বিমা সংস্থার কর্তাদের যুক্তি, চিকিৎসার খরচ দ্রুত বাড়ছে বলেই বিমার দাবি মেটানোর খরচও বাড়ছে। প্রিমিয়াম না বাড়ালে বীমা ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হবে।

এদিকে, কেন্দ্র ২০৪৭ সালের মধ্যে দেশের সকলকে স্বাস্থ্য বীমার আওতায় আনার লক্ষ্য স্থির করেছে। কিন্তু চড়া প্রিমিয়ামের চাপে গ্রাহক অনেকটা কমে যাওয়ায় সেই লক্ষ্য কতটা পূরণ হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন