তরুণের স্বপ্ন প্রকল্পে এবার এদের ১০ হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, ৫ নভেম্বর শেষ তারিখ

By Bangla News Dunia Rajib

Published on:

Taruner-Swapna-Scheme-2024

Bangla News Dunia , Pallab : সাধারণ মানুষের যাতে কল্যাণ হয় সেই লক্ষ্যে একের পর এক প্রকল্প এনেই চলেছে বা ইতিমধ্যে এনে ফেলেছে কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার। শিশু থেকে শুরু করে স্কুল, কলেজ পড়ুয়া, পুরুষ, মহিলা, বৃদ্ধ, সকলের জন্যেই কিছু না কিছু স্কিম এনেছে সরকারগুলি। কিন্তু আজ এই প্রতিবেদনে বাংলার সরকারের এমন এক প্রকল্প নিয়ে আলোচনা হবে যার দরুন সকলে হাতে গরম ১০,০০০ টাকা পেয়ে যাবে।

হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার সরকারের তরফে এমন এক প্রকল্প আনা হয়েছে যার মাধ্যমে অনেকে ১০,০০০ টাকা অবধি পেয়ে যাবে। আসলে এই প্রকল্পটি মমতার সরকার ২০২০ সালে লঞ্চ করেছিল। আজ যে প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে তার নাম হল তরুণের স্বপ্ন প্রকল্প।

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প

এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়ারা ১০,০০০ টাকা পেয়ে যাবেন। এই তরুণের স্বপ্ন প্রকল্প চালু করার পিছনে মূল উদ্দেশ্য হ’ল শিক্ষার্থীদের তাদের পড়াশোনাকে প্রযুক্তির সাথে সংযুক্ত করতে সহায়তা করা। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে ১০ হাজার ট্যাব, পিসি, স্মার্টফোন কেনার জন্য দেয় রাজ্য সরকার। এই টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা পায়। মাধ্যমিক পাশ করলেই সরকারের তরফে এই টাকা দেওয়া হবে। এদিকে ২০২৪ সালের শেষের দিকে এসে এখনো অনেক পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়নি। ফলে সকলেই চিন্তার মধ্যে রয়েছে প্রশ্ন-উত্তর শুরু করেছে যে আদৌ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো?

আসলে এই প্রশ্ন তুলেছে মূলত মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীরা। ভোকেশনাল ছাত্রছাত্রীরা এখনো অবধি এই তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় টাকা পায়নি। তবে চিন্তা নেই। খুব শীঘ্রই সকলের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। তবে এর জন্য বিশেষ কিছু কাজ করতে হবে স্কুল প্রধানদের। স্কুল প্রধানদের ঠিক কী কাজ করতে হবে তা জানতে আপনিও ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

স্কুলগুলিকে বিশেষ নির্দেশিকা

মাদ্রাসা স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে যাতে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা ঢোকে সেটা নিশ্চিত করতে স্কুল প্রধানদের বিশেষ কিছু কাজ করতে হবে। মূলত ভোকেশনাল বিভাগীয় স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা যেন একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দ্রুত সাবমিট করতে।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

  • ১) এর জন্য https://wbvoc.gov.in/ এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • ২) তার আগে পড়ুয়াদের ব্যাংকের বইয়ের তথ্য এবং আধার কার্ডের ছবি স্কুলে সাবমিট করতে হবে।
  • ৩) এরপর প্রতিষ্ঠানগুলিকে https://wbvoc.gov.in/ এ গিয়ে লগ ইন করে পড়ুয়াদের ব্যাঙ্কের তথ্য সাবমিট করতে হবে।

ডকুমেন্ট সাবমিট করার শেষ তারিখ ৫ নভেম্বর, ২০২৪।

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন