Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে ছিল শীতের আমেজ। উত্তর-পশ্চিমের বাতাস না-ঢোকায় এতদিন বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকছিল আর তার ফলেই তাপমাত্রা বেড়েছিল । বাড়তে শুরু করে ছিল ঘন কুয়াশার দাপটও ৷ ফের উত্তর-পশ্চিমের বাতাসের হাত ধরে মিলবে হালকা শীতের আমেজ। এবার উত্তুরে বাতাস ঢুকতেই সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করেছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রির আশপাশে । শুক্রবার তা প্রায় 5 ডিগ্রি নেমে দাঁড়ায় 17 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, গত 24 ঘণ্টায় 2 থেকে 4 ডিগ্রি কোথাও আবার 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। শনিবার আরও একটু নামবে পারদ। আগামিকাল, রবিবার ফের নামবে পারদ। তবে সামনের সপ্তাহে আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে।
আরও পড়ুন:- হাতির পায়খানার ছবি বিক্রি করছে এক চিড়িয়াখানা, কারা, কেন কিনছেন এই ছবি ?
শনিতে আবহাওয়ার পূর্বাভাস
- ঘন কুয়াশার দাপট যে চলছিল তার সতর্কবার্তা আপাতত আর নেই। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বঙ্গজুড়ে ৷ দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় দাপট থাকবে কুয়াশার । বাকি জেলায় ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাবে। আপাতত শুষ্ক আবহাওয়া ও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
- উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট বেশি থাকবে।
- কলকাতা ও সংলগ্ন জেলায় শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। রবি ও সোমবারের স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। সব মিলিয়ে সপ্তাহান্তে বিদায় শীত, দুয়ারে বসন্ত ৷
শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রির নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 92 শতাংশ ও সর্বনিম্ন 31 শতাংশ। আজ দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 15 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন:- অর্থনীতির বিকাশে বড় ভূমিকা বিয়ারের, কী ভাবে ভারতের জিডিপি-তে প্রভাব ফেলেছে এই শিল্প? জেনে নিন
আরও পড়ুন:- ১ বছরে ৫০ শতাংশের বেশি রিটার্ন দিতে পারে, দীর্ঘমেয়াদি লগ্নি চাইলে কিনতে পারেন এই সব স্টক