তারাপীঠে পুজো দেওয়া নিয়ে আজব ফতোয়া হোটেলের, মাথায় বাজ ভক্তদের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : তারাপীঠে (Tarapith) নাকি জারি করা হয়েছে নতুন নিয়ম। না, এই নিয়ম সরকারী কোনও নিয়ম নয়, হোটেল থেকে চাপিয়ে দেওয়া ফতোয়া বলে অভিযোগ উঠছে। হোটেল ঘর যে পান্ডা ঠিক করে দেবে, সেই পান্ডার মারফৎই নাকি পুজো দিতে হবে পুণ্যার্থীদের, সম্প্রতি এমন অভিযোগ উঠতে শুরু করেছে।

সমস্যার মুখে পর্যটকরা

এমন নিয়মের ফলে পর্যটকদের পাশাপাশি সমস্যায় পড়েছেন তারাপীঠের পান্ডা, দালালদের একাংশ। এই অভিযোগের কথা স্বীকার করে নিয়েছে হোটেল অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি সুনীল গিরি সংবাদ মাধ্যমে বলেছেন, “আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কোনও পর্যটকের ওপর এ ধরণের কোনও নিয়ম চাপিয়ে দেওয়া যাবে না। যদি কোনও হোটেলের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ ওঠে, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” পৌষ মাসের ১ তারিখ থেকে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছে।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এই নিয়মগুলো চালু করা হয়েছে। পূণ্যার্থীদের কথা মাথায় রেখে মায়ের মন্দিরে বিশেষ লাইনের পাশাপাশি রাখা হচ্ছে সাধারণ লাইন। তবে হোটেলের ঠিক করে দেওয়া পান্ডার মাধ্যমে পুজো দিতে হবে, এমন কোনও নিয়ম চালু করা হয়নি। বিগত কয়েক দিনে একাধিক পর্যটককে এরূপ ঘটনার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি মন্দির কর্তৃপক্ষের কানেও গিয়েছে। যদিও এই অভিযোগ কতটা সত্যি, আর কতটা মিথ্যা, সে ব্যাপারে কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু বলতে পারেনি।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

তারাপীঠে নয়া নিয়ম ঘিরে তরজা

তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেকের চেনাজানা পান্ডা রয়েছেন। পুজো দেওয়ার জন্য চেনা পান্ডাদের ওপর অনেকেই ভরসা করেন। হোটেল যদি পুজো দেওয়ার ব্যাপারে কোনও ফতোয়া চাপিয়ে দেয়, তাহলে পর্যটকরা যে সমস্যায় পড়বেন সেটা বলার অপেক্ষা রাখে না। একইভাবে দ্বিধায় পড়েছেন দালালরা। পর্যটকদের হোটেলের ঘর পাইয়ে দেওয়ার বিনিময়ে সেই হোটেলের কাছ থেকে কমিশন পেয়ে থাকেন দালালরা। সেই কাজেও যদি হোটেল পক্ষ ও পান্ডারা একযোগে কাজ করেন, তাহলে দালালদের উপার্জনে টান পড়তে পারে। হোটেলের ঘর যে পান্ডা ঠিক করে দেবেন, তাঁকে দিয়েই পুজো দিতে হবে, এমন অভিযোগও উঠে এসেছে সংবাদ মাধ্যমের রিপোর্টে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন