‘তাহলে নির্বাচনে লড়বেন না’, কেন কংগ্রেসকে কড়া কথা শুনিয়ে দিলেন ওমর ?

 

Bangla News Dunia, দীনেশ :- ‘আপনি যদি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভরসা না করেন, তাহলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না,’ জম্মু ও কাশ্মীরে জোট সঙ্গী কংগ্রেসের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

দেশে বিভিন্ন ভোটে ইভিএম কারচুপি নিয়ে কংগ্রেস সহ অন্য রাজনৈতিক দলগুলি প্রায়ই কেন্দ্রীয় সরকারকে তোপ দাগে। বিশেষ করে হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভায় হারের পর ইভিএমে কারচুপির অভিযোগ এনে কাগজের ব্যালটে ভোটের দাবিতে সরব হয় কংগ্রেস।

আরো পড়ুন :- সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ, আরও জানতে পড়ুন…..

এনিয়েই এবার মুখ খুললেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর। ইভিএম প্রসঙ্গে জোট সঙ্গী কংগ্রেসের আপত্তির সমালোচনা করে তিনি বলেছেন, ‘দলগুলি নির্বাচনে জিতে ইভিএমের প্রশংসা করে না। কিন্তু হেরে গেলে ঠিকই মেশিনকে দোষ দেয়।’

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ধরুন আপনি ইভিএমে হওয়া কোনও ভোটে একশোর বেশি আসনে জিতলেন, বিজয় উদযাপন করলেন। কিন্তু তার কয়েক মাস পরই হয়তো অন্য কোনও নির্বাচনে ফল আপনার পছন্দসই হল না। তখন তো আপনি আর বলতে পারেন না যে, ইভিএমে ভোট পছন্দ করি না।’

আরো পড়ুন :- ডিজিটাল গ্রেফতারির ভয়ে কাঁপছে বিশ্ব, সাইবার বিশেষজ্ঞের থেকে বাঁচার সহজ উপায় জেনে নিন

আপনার এই মন্তব্য তো বিজেপি মুখপাত্রের কথার প্রতিফলন। প্রশ্ন শুনে আবদুল্লার উত্তর, ‘যা সঠিক তা সঠিক।’ তাঁর কথায়, ‘আপনি যদি ইভিএমে ভরসা না করেন, তাহলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আমি কখনওই মেশিনকে দোষ দিইনি।’

আরো পড়ুন :- Big News : মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকা দখল বিদ্রোহীদের, ভয়ে কাঁটা ইউনূস সরকার

 

 

মন্তব্য করুন