তিন ঘণ্টা ঠায় দাঁড়িয়ে রেখে ‘পরিচয়’! র‌্যাগিংয়ের জেরে মৃত্যু ডাক্তারি পড়ুয়ার

By Bangla news dunia Desk

Published on:

murder

Bangla News Dunia, দীনেশ :- সিনিয়ারদের র‌্যাগিংয়ের জেরে মৃত্যু হল এক প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ার (MBBS Student death)। ঘটনাটি ঘটেছে গুজরাটেরধরপুর পাটনের জিএমইআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃত পড়ুয়ার নাম অনিল মেথানিয়া। অভিযোগ, প্রায় তিন ঘণ্টা ঠায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল অনিলকে। এরপরই অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর।

আরো পড়ুন :- কেমন হবে ট্রাম্প-মোদীর রসায়ন ? জানালেন জয়শঙ্কর

আরো পড়ুন :- মাত্র ৫ বছরেই কোটিপতি, ২ টাকার এই শেয়ারে রিটার্ন ৬৩১৬২%। বিনিয়োগ করার আগে জেনে নিন

জানা গিয়েছে, ওই কলেজের হস্টেলে তৃতীয় বর্ষের ছাত্রদের কাছে নিজেদের পরিচয় দিচ্ছিলেন প্রথম বর্ষের ছাত্ররা। এই পরিচয় পর্ব সারার নামে অনিলকে তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখে সিনিয়াররা। ৩ ঘণ্টার দাঁড়িয়ে থাকার পর অজ্ঞান হয়ে যান ১৮ বছর বয়সি অনিল। এরপরই তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই পুলিশের কাছে বয়ান দেওয়ার সময় ওই পড়ুয়া র‍্যাগিংয়ের কথা জানায়। কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর। অনিলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।

আরো পড়ুন :- দিল্লির ‘খান চকে’র নাম বদলে দিল মোদী সরকার ! জানুন কি হল নতুন নাম ?

অনিলের তুতো ভাই ধর্মেন্দ্র জানান, পাটনের ওই মেডিকেল কলেজ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় তাঁদের বাড়ি। তিনি বলেন, ‘রবিবার কলেজ থেকে একটি ফোন আসে এবং বলা হয় যে অনিল অজ্ঞান হয়ে গিয়েছে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর সেখানে পৌঁছে জানতে পারি তৃতীয় বর্ষের ছাত্ররা তাঁকে র‌্যাগিং করেছে। আর তাতেই ভাইয়ের মৃত্যু হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই।’ ওই মেডিকেল কলেজের ডিন হার্দিক শা বলেন, ‘পুলিশ ও পরিবারকে গোটা বিষয়টা জানানো হয়েছে। এই ঘটনা যাতে না ঘটে তার কড়া পদক্ষেপ নেওয়া হবে।’ পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের বাবা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন