Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ে দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কমবেশি সকলেই বুঝতে পারেন। তাই ভালো বিনিয়োগের অপশনের খোঁজ চলে সর্বদাই। আপনিও যদি কিছু টাকা সঞ্চয় করতে চান তাহলে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ধামাকা স্কিম সম্পর্কে অবশ্যই জেনে রাখা উচিত। কত টাকা দিয়ে কত রিটার্ন পাওয়া যাবে? জানতে আজকের প্রতিবেদনটি একেবারে শেষ অবধি পড়ুন।
আরও পড়ুন:– সুখবর! চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে! কারা ও কিভাবে টাকা পাবেন? জেনে নিন
লাখপতি বানানোর স্কিম আনল SBI
সাধারণ গ্রাহক থেকে প্রবীণ নাগরিক অনেকেই রেকারিং ডিপোজিটের মাধ্যমে বিনিয়োগ করতে পছন্দ করেন। তবে এবার ২০২৫ সাল পড়তেই নতুন স্কিম আনল SBI। যেখানে প্রতিমাসে কয়েক হাজার টাকা দিয়েই ১ লক্ষ থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে। মোট দুটি স্কিম বাজারে আনা হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে যার মধ্যে একটি হল হর ঘর লাখপতি রেকারিং ডিপোজিট স্কিম। চলুন প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেওয়া যাক।
হর ঘর লাখপতি রেকারিংড ডিপোজিট স্কিম
আপনি যদি প্রতিমাসে ২৫০০ টাকা করে জমা দিয়ে ১ লক্ষ টাকা পেতে চান তাহলে এই RDটি করতেই পারেন। এই স্কিমে ৩ বছর টাকা জমালেই ১ লক্ষ টাকা পেয়ে যাবেন। তবে সিনিয়ার সিটিজেন হলে টাকার পরিমাণ কিছুটা কমে যাবে। এছাড়া যদি ৩ বছরের বদলে ৫ বছর বা ১০ বছরে ১ লক্ষ টাকা পেতে চান সেক্ষেত্রে সাধারণ গ্রাহকদের ১৪০৭ টাকা ও ৫৯১ টাকা করে জমা করতে হবে প্রতিমাসে। অর্থাৎ নিজের সুবিধামত টাকা জমাতে পারবেন। নিচের ছবিতে কত বছরে কতটাকা দিতে হবে তার বিস্তারিত তথ্য দেওয়া রইল।
একইভাবে যদি আপনি ১ লক্ষ টাকার বদলে ৫ লক্ষ বা তার বেশি টাকা রিটার্ন পেতে চান সেটাও সম্ভব। সেক্ষেত্রে প্রতিমাসে বিনিয়গের পরিমাণ কিছুটা বেড়ে যাবে। যেমন আপনি যদি ৩ বছরের মধ্যেই ৫ লক্ষ টাকা রিটার্ন পেতে চান তাহলে আপনাকে প্রতিমাসে ১২,৫০০ টাকা জমা করতে হবে। তাহলেই ৩৬ মাসের কিস্তি জমা দেওয়ার পর ৫ লক্ষ টাকা পেয়ে যাবেন।
আরও পড়ুন:– মোবাইলে ভুয়ো ফোন বা মেসেজ এলে কী করা উচিত? জেনে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025