Bangla News Dunia, Pallab : নতুন বছরের শুরুতে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। তবে প্রতিবার জালে বল জড়িয়ে লাল হলুদের সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। চলতি মাসের গত 6 তারিখ মুম্বইয়ের বিরুদ্ধে লাল হলুদ ছেলেদের বুক চিতিয়ে লড়াইটা একেবারেই কাজে আসেনি। ভিন রাজ্যের ফুটবলারদের ফিরতি পথ দেখিয়ে 3 পয়েন্ট ঘরে তোলার স্বপ্নও অধরা ছিল বাঙালির প্রিয় দলের।
তবে সেই ম্যাচ হেরেও ডার্বির জন্য শক্তি বাঁচিয়ে রেখেছিল ইস্টবেঙ্গল। শনিবার তাতেও পরাজয় দেখেছে মশাল বাহিনী। কাজেই একদিকে খেলোয়াড়দের চোট যন্ত্রণা অন্যদিকে ধারাবাহিক পরাজয় নিয়ে এক প্রকার দুঃসময় কাটছে ইস্টবেঙ্গলের। পরিস্থিতি যখন এমন, ঠিক সেই মোক্ষম সময়ে খুশির হাওয়া বইলো মশাল ব্রিগেডে। সূত্রের খবর, টানা 3 মাস মাঠের বাইরে থেকে গোয়ার ম্যাচের আগেই অনুশীলনে ফিরেছেন হীরা মন্ডল। এখন তাঁকে নিয়েই বুক বাঁধছে লাল হলুদ।
আরও পড়ুন:– চুক্তির নিয়ম অনুযায়ী ভারতের দাবি মেনে নিল বাংলাদেশ, বিস্তারিত জানুন
গোয়ার ম্যাচে পরাজয় দেখলে বিপদ বাড়বে ইস্টবেঙ্গলের!
রক্ষণভাগ সামলে প্রতিপক্ষকে সামাল দিতে যেন হিমশিম খাচ্ছে লাল হলুদের ছেলেরা। শেষ দুই পরাজয় সমর্থকদের সেই আভাসই দিয়েছে। এছাড়াও হায়দরাবাদের বিরুদ্ধে ড্র হওয়া শেষ ম্যাচেও রক্ষণ অভাবে ভুগেছিল লাল হলুদ। তবে 19 জানুয়ারি এফসি গোয়ার ম্যাচে এই সমগোত্রীয় ঘটনা ঘটলে ফাঁপরে পড়বে ইস্টবেঙ্গল। এদিন রক্ষণভাগ আলগা থাকলে মাঠের দুই প্রান্ত থেকে প্রতিপক্ষকে ঠকিয়ে রাখা একপ্রকার অসম্ভব হয়ে যাবে অস্কার ব্রুজোর ছেলেদের পক্ষে। কাজেই দলের রক্ষণভাগ সামলে শত্রু শিবিরে জোরালো আঘাত হানতে হবে ইস্টবেঙ্গলকে। কেননা একটানা পরাজয়ের পর প্লে অফে ওঠার ক্ষেত্রে গোয়ার ম্যাচ লাল হলুদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
পুরোপুরি ফিট নন 4 ফুটবলার
শনিবারের হাই ভোল্টেজ ডার্বির আগে থেকেই বিশ্রামে রয়েছেন লাল হলুদের অন্যতম যোদ্ধা আনোয়ার আলি। সেই সাথে চোটের কারণে মাঠে ফেরা হয়নি সল ক্রেসপো, হেক্টর ইউস্তে এবং হিজাজি মাহেরের। এই 4 গুরুত্বপূর্ণ ফুটবলারের অভাবে মাঝ মাঠে যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়েছে লাল হলুদকে। তবে আসন্ন এফসি গোয়ার ম্যাচকে পাখির চোখ করে অনুশীলনে ফিরেছেন প্রত্যেকেই। কিন্তু সূত্র বলছে, অনুশীলনের জন্য মাঠে দেখা গেলেও এখনও পর্যন্ত পুরোপুরি ফিট নন আনোয়ার আলিরা। গত মুম্বইয়ের ম্যাচে চোট পেয়েছিলেন আনোয়ার।
এরপর আর সেভাবে মাঠে ফেরা হয়নি তাঁর। আনোয়ারের অনুপস্থিতি গত ডার্বিতে মোহনবাগানকে যে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে, একথা বলার অপেক্ষা রাখে না। তাই চোট কাটিয়ে নিজেও দলে ফিরতে চাইছেন আলি। তবে বেশ কিছু রিপোর্ট বলছে, সম্পূর্ণ সুস্থ না হওয়ায় গোয়ার ম্যাচে তাঁর উপস্থিতি আপাতত অনিশ্চিত। আনোয়ার ছাড়াও 2024 সালের শেষের দিকে চোট যন্ত্রণা নিয়ে দেশে ফিরেছিলেন সল ক্রেসপো।
জানুয়ারির শুরুর দিকে কলকাতায় ফিরলেও এখনই মাঠে ফেরা হচ্ছে না তাঁর। যদিও লাল হলুদ কোচ জানিয়েছেন, 19 জানুয়ারির আগে সবকিছু ঠিক থাকলে গোয়ার ম্যাচে ফিরতে পারেন তিনি। খারাপ পরিস্থিতির কারণে মাঠের বাইরে ছিলেন হিজাজি মাহের এবং হেক্টর ইউস্তে। তবে সম্প্রতি ইস্টবেঙ্গলের অনুশীলনে দেখা গিয়েছে তাঁদের।
3 মাস কাটিয়ে মাঠে ফিরেছেন হীরা মন্ডল
একটানা 3 মাস ধরে চোটের কারণে মাঠের বাইরে সময় কেটেছে লাল হলুদের পুরনো সৈনিক হীরা মন্ডলের। তবে জানুয়ারির মাঝপথেই দলকে সুখবর দিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে চোট যন্ত্রণা ভুলে হীরা মন্ডলের মাঠে ফেরার খবর জানানো হয়েছে। লাল হলুদ তারকার তরফে সেখানে জানানো হয়েছে, দীর্ঘ 3 মাস পর মাঠে ফিরছি। আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আমি আমার সবটা দিতে প্রস্তুত।