Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ৩৫ বছরের তরুণী, তিন সন্তানের মা তিনি। তবে তাঁর ভালোবাসার মানুষ স্বামী নন, অন্য কেউ। তাই সংসার ছেড়ে ভালোবাসার মানুষের হাত ধরবেন বলে সিদ্ধান্ত নেন। এর পরই স্বামীর ঘর ছেড়ে নতুন করে ঘর বাঁধলেন। বিহারের ঘটনা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়ে করলেন ১৫ বছরের এক কিশোরকে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন জোর চর্চা শুরু হয়েছে, তরুণীর সাফ জবাব, ‘ভালবাসি, তাই বিয়ে করে ফেললাম। এতে অন্যায় কোথায়?’
জানা গিয়েছে, একটি ইউটিউব চ্যানেলকে ওই তরুণী সাক্ষাৎকারে জানান, একই সঙ্গে বড় হয়েছেন তাঁরা। ছোট থেকেই ওই কিশোরকে ভালো লাগত তাঁর। সেই ভালোলাগা ভালোবাসার রূপ নেয়।
এখন সেই ভাই ক্লাস সেভেনে পড়ে। ওই তরুণী বিয়ে করেছেন, তিন সন্তান রয়েছে। ওই তরুণীর দাবি, ধীরে ধীরে তিনি বুঝতে পারেন, স্বামীর প্রতি তাঁর কোনও অনুভূতিই নেই। এর পরই স্বামীকে ছেড়ে ভালোবাসার মানুষকে বিয়ে করে নেন তিনি।