তিরুপতি মন্দিরে আগুন, তীব্র আতঙ্কে ভক্তরা, দেখুন ভিডিয়ো

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাত্রাতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনার পর এ বার তিরুপতি মন্দিরে আগুন। সোমবার বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু সরবরাহ কাউন্টারে আগুন লাগার ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় মন্দির চত্বর। যাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণ্যার্থীদের মধ্যে।

এ দিন মন্দিরের প্রসাদী লাড্ডুর কাউন্টারে আগুন লাগার মুহূর্তের কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা পুণ্যার্থীদের মধ্যে চাঞ্চল্য ফেলে দিয়েছে। জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে প্রসাদের কাউন্টারে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বরাতজোরে এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। কারও হতাহত হওয়ার খবর মেলেনি।

মাত্র কয়েকদিন আগেই এই তিরুপতি মন্দিরে ভিড়ে পদপিষ্ট হয়ে ছ’জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও বেশ কয়েক জন।

আরও পড়ুন:– স্টক মার্কেট লিস্টিংয়েই ২৫% দাম বাড়ল, এই সংস্থার শেয়ার দিতে পারে বড় রিটার্ন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন