Bangla News Dunia, দীনেশ :৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়েছে সারা দেশ জুড়ে। তবে ছত্তিসগড়ের সুকমা জেলার তুমুলপাড় গ্রাম কিন্তু একটু আলাদা এই উদযাপনে। কারণ এখানে প্রজাতন্ত্র দিবসে এই প্রথম উড়ল জাতীয় পতাকা। কিন্তু কেন?
আরো পড়ুন :- নকল সূর্য বানিয়ে চমকাল চিন
ছত্তিসগড়ের এই গ্রাম রাজ্যের মধ্যে অন্যতম মাওবাদী অধ্যুষিত এলাকা বলেই পরিচিত। তবে নিরাপত্তা বাহিনীর নিরন্তর চেষ্টার ফলে বর্তমানে এই এলাকা মাওবাদীদের প্রভাব মুক্ত বলেই জানা যাচ্ছে। আর সেই কারণেই এই বছর প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করলেন গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই আতঙ্কের কারণে সে স্বাধীনতা দিবস হোক বা প্রজাতন্ত্র দিবস, কোনও কিছুতেই তাঁরা উত্তোলন করতে পারতেন না জাতীয় পতাকা। তাঁর বদলে মাও প্রভাবিত এই এলাকায় উড়তে দেখা যেত কালো পতাকা। তবে এবার চিত্রটা একেবারেই অন্যরকম। গ্রামের মানুষদের কথাতেও ধরা পড়ল সেই একই সুর।
আরও পড়ুন:– কোন ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়া সুবিধাজনক? প্রসেসিং চার্জ কার বেশি? রইল তালিকা
এই প্রসঙ্গে জনৈক এক পুলিশ কর্তা জানান, গ্রামগুলির কাছাকাছি তৈরি হওয়া পুলিশ ক্যাম্পের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে মাওবাদীরা। এছাড়াও সাম্প্রতিক সময়ে যেভাবে একের পর এক অভিযানে মাওবাদীদের নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী তাতেও যে তাদের মনোবলে অনেকটাই ভাটা পড়েছে তা বলাই বাহুল্য। তবে এই বছরের প্রজাতন্ত্র দিবস যে অন্য এক মাত্রা যোগ করল এই তুমুলপাড় গ্রামের মানুষের জীবনে তা নিয়ে কিন্তু তর্কের কোনও জায়গা নেই।
আরো পড়ুন :- স্টেট ব্যাঙ্ক সবার অ্যাকাউন্ট থেকে ২৩৬ টাকা কেটে নিচ্ছে, জানুন কেন কাটা হচ্ছে এই টাকা ?
আরো পড়ুন :- ঝাঁ চকচকে সেলুনে ঢুকে পড়লো একটা গরু, তারপর যা ঘটলো জানলে মজা পাবেন আপনি