Bangla News Dunia, দীনেশ :- ফের তৃণমূলের (TMC) অন্দরে মাথাচাড়া দিল কোন্দল! কোন্দলের কেন্দ্রবিন্দুতে সাংসদ মহুয়া মৈত্র (MP Mahuya Moitra)। নদিয়ায় (Nadia) জেলা সাংগঠনিক পদ থেকে মহুয়াকে সরানোর জন্য তৃণমূল সুপ্রিমোর কাছে চিঠি পাঠালেন দলের ৬ জন বিধায়ক। আচমকা কী এমন করলেন তিনি? যা নিয়ে দলের ভেতরেই শুরু হল যুদ্ধ?
আরো পড়ুন :- সংসদে মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল !
কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ ঘাসফুল শিবিরের ৬ বিধায়কের (MLA’S)। চিঠিতে তাঁরা লিখেছেন, ‘প্রতি বিধানসভায় বিধায়কের সমান্তরাল সংগঠন গড়ছেন সাংসদ মহুয়া মৈত্র। সাংসদকে স্থানীয় সংগঠনের কাজে পাওয়া যায় না। দিল্লির কাজে বেশি ব্যস্ত থাকেন। নিজের সংসদীয় এলাকায় সময় দেন কম। তাই সভাপতির জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেওয়া হোক।’ এই চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে সুব্রতবক্সিকেও।
আরো পড়ুন :- এ দেশে রাস্তায় গাড়ি থামালে বিপদ, হবে বিপুল অঙ্কের জরিমানা, জানুন আজব আইন সম্পর্কে
উল্লেখ্য, মহুয়া মৈত্রকে নিয়ে এর আগেও একাধিকবার দলের অন্দরে ক্ষোভ দেখা দিয়েছে। তিনি দাম্ভিক, দলের কর্মীদের সঙ্গে খুব খারাপভাবে কথা বলেন ইত্যাদি অভিযোগ অতীতেও সামনে এসেছে। কিন্তু তারপরও দল বারেবার তাঁর পারফরম্যান্সের উপরই আস্থা রেখেছেন। কিন্তু এবার দেখার মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বর্তমানে যেভাবে দলের রাশ শক্ত হাতে নিয়ন্ত্রণ করছেন, সেক্ষেত্রে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ পেয়ে কী পদক্ষেপ নেন। আবার এই অভিযোগ নিয়ে পালটা মহুয়া কী প্রতিক্রিয়া দেন সেদিকেও নজর রয়েছে সকলের।
আরো পড়ুন :- ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এখন কী অবস্থায়? লোকসভায় জানালেন বিদেশমন্ত্রী