তেড়ে আসছে কোটি কোটি লিটার জলে ভরা ঘূর্ণিঝড়, কবে কোথায় আছড়ে পড়বে, জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ঘূর্ণিঝড়ের সঙ্গে পরিচিত বিশ্বের বিভিন্ন প্রান্ত। দাপুটে ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতিও দেখেছেন মানুষ। কিন্তু এমন ঘূর্ণিঝড় অতি বিরলের দলে পড়ে। একে বলা হয় বম্ব সাইক্লোন। বোমা শব্দটি থাকার কারণ রয়েছে।

সাইক্লোনে প্রবল ঝড় হয়, সঙ্গে ঝেঁপে বৃষ্টি। কিন্তু এই ঝড়ের ক্ষেত্রে তা সঙ্গে করে আকাশপথে নিয়ে আসছে ৮ ট্রিলিয়ন গ্যালন জল। যা ভাবনারও অতীত। লিটারে হিসাব বলছে ৩৯ লক্ষ ২৮ হাজার কোটি লিটার জল নিয়ে স্থলভাগের দিকে তেড়ে আসছে এই বম্ব সাইক্লোন।

 

আরো পড়ুন:- লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ল! মাসে পাবেন 2000 টাকা! নতুন করে আবেদন করতে হবে। কিভাবে? জেনে নিন

যা আবার স্থলভাগে প্রবেশের পর যে কোনও সময় একটা বিস্ফোরণের মত ফেটে সব জল ঝরিয়ে দেবে। ওই বিপুল পরিমাণ জল আকাশ থেকে খুব অল্প সময়ের মধ্যে আছড়ে পড়বে স্থলভাগে।

ভেসে যাবে বহু এলাকা। নানা জায়গায় হড়পা বান তৈরি হবে। ক্লাউড বার্স্ট বা মেঘ ভাঙা বৃষ্টির চেয়ে অনেক বেশি ভয়ংকর চেহারা নিতে পারে এই বম্ব সাইক্লোন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে চলেছে এই বম্ব সাইক্লোন। আবহাওয়ার এমন প্রলয় রূপ বড় একটা দেখা যায়না। তাই সতর্ক প্রশাসন। কিন্তু এ এতটাই ক্ষমতাধর যে তাকে ঠেকানো মানুষের কম্ম নয়।

বিপুল শক্তি নিয়ে পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া সহ একাধিক রাজ্যে তাণ্ডব চালাতে চলেছে এই ক্যাটাগরি ৫ ঘূর্ণিঝড়। যার জেরে ক্ষয়ক্ষতির চেহারাটা কতটা ভয়ংকর হতে চলেছে তা আন্দাজ করতে পারছেন না কেউই। রাতের ঘুম উড়েছে মানুষের। আপাতত অপেক্ষা করা ছাড়া তাঁদের আর কিছুই করার নেই।

 

আরো পড়ুন:- ব্রণ কমানোর সহজ উপায় জেনে নিন, কম বাজেটের টিপস

 

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন