তোলাবাজির প্রতিবাদ করায় মাত্র ৫০০ টাকার জন্য খুন প্রৌঢ় ! প্রশ্ন কি চলছে রাজ্যে ?

By Bangla News Dunia Dinesh

Published on:

1200-675-22810409-thumbnail-16x9-siliguri

Bangla News Dunia , দীনেশ : শহরে দাদাগিরির শিকার । দিপাবলীতে দেদার তোলাবাজি ৷ তার প্রতিবাদ করায় ব্যক্তিকে এলোপাথারি মার মদ্যপ যুবকদের । ঘটনায় মৃত্যু হল ওই ব্যক্তির । ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের 35 নম্বর ওয়ার্ডের এনজেপি সংলগ্ন রাজাহোলি এলাকায় ।

ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ জহুরি (58) । মাত্র পাঁচশো টাকার জন্য মদ্যপ যুবকদের মারধরের জেরে প্রাণ হারাতে হয় ওই প্রৌঢ়কে । জানা গিয়েছে, এদিন রাতে বাড়ির সামনেই বসেছিলেন তিনি । সেই সময় এলাকারই কিছু যুবক মদ্যপ অবস্থায় তাঁর কাছে গিয়ে দিপাবলী পালনের জন্য পাঁচশো টাকা দাবি করে । টাকা দিতে অস্বীকার করেন ওই ব্যক্তি । সেই সময় ওই যুবকরা তাঁকে লাথি, ঘুষি মারার পাশাপাশি লাঠি দিয়ে আক্রমণ করে । তারপরই সেখানে লুটিয়ে পড়েন আক্রান্ত ব্যক্তি ।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং বাড়ির লোক এসে তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । পরিবারের অভিযোগ, দীর্ঘদিন থেকেই এলাকায় তোলাবাজি চালাচ্ছে এলাকারই বেশ কিছু যুবক । স্থানীয় কাউন্সিলর এবং পুলিশকে বারবার বিষয়টা জানানো হলেও কেউ কোনও ব্যবস্থা নেয়নি । এই জন্যই এই ঘটনা ঘটেছে । মৃতের ছেলে মহম্মদ সেলিম বলেন, ‘‘তোলাবাজির প্রতিবাদ করেছিল বাবা । ওরা টাকা চেয়েছিল । বাবা দিতে অস্বীকার করে । সেই কারণে বাবাকে এলোপাথাড়ি মেরেছে ।’’

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা জয়দীপ নন্দী বলেন, ‘‘ঘটনা শোনার পরই আমি ছুটে যাই শিলিগুড়ি জেলা হাসপাতালে । তোলাবাজির অভিযোগ রয়েছে কি না তা দেখার দায়িত্ব পুলিশের । ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিক পুলিশ ।’’ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ‘‘বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে । দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । সব খতিয়ে দেখা হচ্ছে ।’’ #End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন