Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শাহরুখ খানের কন্যা সুহানার প্রেমজীবন নিয়ে তো নানা চর্চা দীর্ঘদিনের। শুধু তাই-ই নয়, তাঁর চেহারা এবং ত্বকের রং নিয়েও নানা মন্তব্য করেন কেউ কেউ। ‘দ্য আর্চিস’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন কিং খানের কন্যা। শোনা যাচ্ছে, বর্তমানে তাঁর বাবার সঙ্গে ‘দ্য কিং’-এর শুটিংও করছেন সুহানা। সম্প্রতি, কিছু ছবিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁর গায়ের রং নিয়ে আবারও উঠেছে বেশ কিছু প্রশ্ন। গায়ের রং আগের থেকে ফর্সা দেখাচ্ছে বলে মত কারও কারও। যে কারণে অনেকেরই ধারণা, চিকিৎসা করিয়েছেন সুহানা। এমনকী নানা গুজবও ছড়িয়েছে নেটদুনিয়ায়। এই ঘটনায় কেউ যেমন তীব্র সমালোচনা করেছেন, তেমনই আবার কেউ কেউ সুহানার পাশেও দাঁড়িয়ে ট্রোলিংয়ের যোগ্য জবাব দিয়েছেন।
আরও পড়ুন:– ভরসা কমছে মিউচুয়াল ফান্ডে ! ডিসেম্বরে বন্ধ হয়েছে 45 লক্ষ SIP অ্যাকাউন্ট, রইলো বিস্তারিত
সম্প্রতি সুহানার একটি বিজ্ঞাপনের কিছু স্ক্রিনশট ‘রেডডিটে’ শেয়ার করা হয়েছিল। যেখানে তাঁর ত্বক আগের থেকে ফর্সা দেখানোয় অনেকেরই প্রশ্ন, নিশ্চয়ই কোনও চিকিৎসা করিয়েছেন। তবে এটা নতুন বিষয় নয়। ছোটবেলা থেকেই নানা কারণে ট্রোলড হচ্ছেন সুহানা। তাই এখন আর এমন নেগেটিভ কথায় খুব একটা উত্তর দিতেও তিনি নারাজ।
সুহানার একটি বিজ্ঞাপনের কিছু স্ক্রিন শট শেয়ার করে তাতে কেউ কেউ লিখেছেন, ‘এটা কি বেশি আলো পড়ার জন্য হয়েছে? নাকি এডিটিংয়ের কামাল? সুহানা কি তবে আরও বেশি ফর্সা হয়েছেন হঠাৎ করে?’ প্রসঙ্গত, ২০২০ সালেও সুহানার এমনই একটি ছবি ভাইরাল হয়েছিল। যা ঘিরেও চলতে থাকে নানা সমালোচনা।
তবে অভিনেত্রীকে নিয়ে এমন সমালোচনায় থেমে থাকেননি সুহানার ভক্তরাও। অনেকেই কোনও কারণ ছাড়া অকারণ ট্রোলিংয়ের বিরোধিতা করেছেন। কেউ আবার লিখেছেন, ‘তিনি যে পরিমাণ ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছেন, আমি মোটেও অবাক হব না যদি তিনি চিকিৎসকের পরামর্শ মতো গায়ের রং পরিবর্তন করার চেষ্টা করেন।’