Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শিক্ষাক্ষেত্রে ‘ইঁদুর দৌড়’ প্রতিযোগিতার ক্ষতিকারক দিকগুলিকে উন্মোচিত করেছিল রাজকুমার হিরানি পরিচালিত হিন্দি সিনেমা ‘থ্রি ইডিয়টস’। ১৫ বছর পর সেই সিনেমার প্রসঙ্গ ফিরে এল লোকসভার বাজেট অধিবেশনে। সিনেমায় দেখানো কলেজ অধ্যক্ষ ডঃ বীরু সহস্ত্রবুদ্ধে ওরফে ‘ভাইরাস’-এর কাজের সঙ্গে বর্তমান সরকারের তুলনা টানলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃতীয়বার সাংসদ হওয়ার পর শুক্রবার প্রথম সংসদে বক্তৃতা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপলক্ষ্য ছিল বাজেট বিতর্ক। গোটা বক্তৃতা পর্বে কেন্দ্রের সমালোচনায় একবিন্দু কার্পণ্য করেননি অভিষেক। বক্তৃতার একেবারে অন্তিম পর্বে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ‘ভাইরাস’ চরিত্রটির কথা তুলে ধরেন অভিষেক। গ্রেড, নম্বর বা উপাধি কোনওদিন শিক্ষার মাপকাঠি হতে পারে না — সেই সত্যের মজাদার চরিত্রায়ণ হয়েছিল গোটা সিনেমাটি জুড়ে। অভিষেকও ব্যাখ্যা দিলেন, কেন তিনি ‘ভাইরাস’-এর প্রসঙ্গ টানলেন।
অভিষেক বলেন, ‘এই বাজেট আমাকে থ্রি ইডিয়টস সিনেমার কথা মনে করিয়ে দেয়, যেখানে আমির খান অভিনীত র্যাঞ্চো চরিত্রটি কী ভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পুঁথিগত শিক্ষাব্যবস্থার ত্রুটি, একইভাবে এই সরকার সেই ভাইরাসের (এখানে উপস্থিত ভাইরাসের কথা বলছি না, সিনেমার চরিত্রের কথা বলছি) কথা মনে করিয়ে দেয়।’
তাঁর বক্তব্য, সিনেমায় বোমান ইরানি অভিনীত ‘ভাইরাস’ চরিত্রটি প্রকৃত শিক্ষার তুলনায় পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার বিষয়ে জোর দিতেন। এই সরকারও মানুষের প্রকৃত উন্নতি সাধনের পরিবর্তে নিজেদের ‘পলিস্ড ইমেজ’ বজায় রাখতেই বেশি আগ্রহী। এখানে টেনে আনেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের ইতিহাসও। উন্নয়ন করার অছিলায় ব্রিটিশ সরকার সাধারণ মানুষকে শোষণ করে গিয়েছে বছরের পর বছর। অভিষেকের কথায়, ‘সেই এক পন্থা অবলম্বন করেছে এই সরকার। কর ছাড় দেওয়ার বিজ্ঞাপন করলেও এই বাজেট আদতে শিল্পপতি ওউচ্চবিত্ত মানুষকে সাহায্য করবে। নিম্নবিত্ত শ্রেণির মানুষকে ভুগতে হবে।’
আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন
আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত