Bangla News Dunia, দীনেশ :- মহারাষ্ট্রে মহায্যুতি সরকারের শপথ গ্রহণ হয়ে গেছে বেশ কিছুদিন হয়, মুখ্যমন্ত্রী হয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। তা সত্ত্বেও কে কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন তা ঘোষণা না হওয়ায় জল্পনা ছড়াচ্ছিল। এবার সেই তালিকা প্রকাশ্যে এল। দেখা গেছে গুরুত্বপূর্ণ ৩ টি দপ্তরের মন্ত্রী করা হয়েছে শিবসেনা নেতা একনাথ শিন্ডে। তবে তার মধ্যে স্বরাষ্ট্র দপ্তর নেই। যেই স্বরাষ্ট্র দপ্তর পাওয়ার জন্য শেষ মুহূর্ত অবধি দড়ি টানাটানি চালিয়ে গেছেন শিন্ডে। তাঁর বরাতে জুটেছে, পূর্ত, নগরোন্নয়ন ও আবাসন দপ্তর। মহায্যুতি সরকারের আরও এক গুরুত্বপূর্ণ শরিক অজিত পাওয়ারের বরাতে জুটেছে গুরুত্বপূর্ণ অর্থ দপ্তর। স্বরাষ্ট্র, শক্তি ও আইন দপ্তর নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?
উল্লেখ্য, সদ্য সমাপ্ত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮ আসনের মধ্যে ২৩০ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ হয়েছে বিজেপি নেতৃত্বাধীন মহায্যুতি। অন্যদিকে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব) ও এনসিপি (শরদ পাওয়ার) গোষ্ঠীর জোট মহাবিকাশ আঘারি পেয়েছে মাত্র ৪৬টি আসন। নির্বাচনে সহজ জয় পেলেও সরকার গঠনে বেগ পেতে হয় বিজেপিকে। শিন্ডে প্রথমে মুখ্যমন্ত্রী পদের দাবিদার হয়ে বসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মানানো হয়। তবে স্বরাষ্ট্র দপ্তর পাবেন এমনটা আশা ছিল শিন্ডের। কিন্তু শেষ পর্যটন্ত সেটাও জুটল না। ফলে ৩ দপ্তর নিয়ে শিন্ডে কতটা খুশি হবেন সেটা নিয়ে প্রশ্ন থেকেই গেল।
আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা
আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা