‘দয়া করে ওদিকে যাবেন না’, বাংলাদেশ ইস্যুতে রাজ্যবাসীকে প্ররোচনায় পা দিতে মানা মুখ্যমন্ত্রীর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে বাংলাদেশিদের তরফে বাধা দেওয়ারও অভিযোগ উঠছে। এই আবহে সোমবার দুপুরে মুর্শিদাবাদের লালবাগ শহরে প্রশাসনিক বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে কোনও রকম প্ররোচনায় পা না দিতে অনুরোধ করলেন।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর গ্রামের সীমান্ত সংলগ্ন এলাকায় বাংলাদেশের নাগরিকরা জোর করে ভারতীয় সীমান্তের ভেতরে ঢুকে চাষীদের শস্য কেটে নিয়ে যায় বলে অভিযোগ উঠে। এই নিয়ে সুখদেবপুরে দুই দেশের নাগরিকদের মধ্যে ঢিল ছোড়াছুড়িও হয়। বাংলাদেশের নাগরিকরা সেই সময় বেশ কয়েকটি বোমাও ছোড়ে বলে অভিযোগ।

আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

সোমবার লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশন-এর মাঠে প্রশাসনিক সভা করতে গিয়ে এই প্রসঙ্গে  মুখ্যমন্ত্রী বলেন,  ‘মুর্শিদাবাদ জেলায় বাংলাদেশের বড় সীমান্ত রয়েছে। সীমান্ত এলাকা বিএসএফ দেখুক। আমাদের উপর অত্যাচার হলে আমরা দেখে নেব। কিন্তু কারও প্ররোচনায় পা দিয়ে দয়া করে ওদিকে যাবেন না।’

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

অপরদিকে, কাজের সুবিধার জন্য মোবাইল ফোন পেতে চলেছেন রাজ্যের বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত কয়েক হাজার আইসিডিএস এবং আশা কর্মী। আজকের সভামঞ্চ থেকে এমনটাই ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ আশা কর্মীদের ফোন দেওয়ার জন্য ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়ে গিয়েছে।’ আইসিডিএস কর্মীদেরকেও মোবাইল ফোন দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেন তিনি। এছাড়া ২০০ বছর পূর্ণ করার জন্য আজ নবাব বাহাদুর ইনস্টিটিউশন-এর জন্য ২৫ লক্ষ টাকা অনুদান মঞ্জুর করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন