Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মধ্য প্রদেশের ছত্রপুর জেলার এক গ্রামে এক দলিত ব্যক্তির দেওয়া ‘প্রসাদ’ গ্রহণের জন্য ২০টি পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জেলা প্রশাসন এবং এসপি আগম জৈনের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে বয়কট হওয়া পরিবারগুলি। তাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধানই তাদের সামাজিক বয়কটের নির্দেশ দিয়েছে।
এসপি জৈন জানিয়েছেন, দুই পক্ষ থেকেই তাঁর কাছে অভিযোগ এসেছে। তিনি বলেছেন, ‘আমরা বিষয়টির তদন্ত করছি। ঊর্ধ্বতন কর্তাদের এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’
জগৎ আহিরওয়ার নামে গ্রামের এক বাসিন্দা, তাঁর ইচ্ছা পূরণ হওয়ায় গ্রামের হনুমান মন্দিরে বিশেষ ভোগ দিয়েছিলেন। বিভিন্ন জাতের ২০টিরও বেশি পরিবারের মধ্যে সেই প্রসাদ বিতরণ করা হয়েছিল। তাদের মধ্যে ব্রাহ্মণ এবং অন্যান্য উচ্চবর্ণের মানুষও ছিল।
আরও পড়ুন:– মহাকাশে এই প্রথম ভেসে বেড়ানো শুরু করল প্রকৃতির দান, লেখা হল নতুন ইতিহাস
উচ্চবর্ণের ব্যক্তিরা ওই দলিতের কাছ থেকে ‘প্রসাদ’ গ্রহণ করেছে জানতে পেরে, পঞ্চায়েত প্রধান ওই সব কয়টি পরিবারকে সামাজিকভাবে বয়কট করার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ।
ওই পরিবারগুলির দাবি, বিবাহ এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলিতে তাদের অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে। জেলা কর্তৃপক্ষের কাছে তারা হস্তক্ষেপের দাবি জানিয়েছিল। তবে, স্থানীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপের পরও উত্তেজনা অব্যাহত রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, বর্তমান পঞ্চায়েত প্রধান এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মধ্যে বিরোধ রয়েছে। সেই কারণেও পঞ্চায়েত প্রধান এই সামাজিক বয়কটের নির্দেশ দিয়ে থাকতে পারেন।
২০১৯-এ হরিয়ানার এক গ্রামে, হ্যান্ড-পাম্প থেকে জল তোলা নিয়ে ‘প্রধান’ সম্প্রদায়ের সঙ্গে বিরোধের কারণে দুই বছরেরও বেশি সময় ধরে সামাজিক বয়কটের মুখে পড়তে হয়েছিল দলিত সম্প্রদায়কে। সেই সময় তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালত বলেছিল এটা অত্যন্ত ‘গুরুতর বিষয়’। আদালত বলেছিল সামাজিক বয়কট এক ধরনের নৃশংসতা। পুলিশকে এক বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:– একরত্তি মেয়ের চিকিৎসায় বিপুল খরচ, অভিষেকের দ্বারস্থ পরিবার
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025